
শাহবাগে আন্দোলনের আরো কিছু ফ্রি কনসেপ্ট, পেইড কনসেপ্টের জন্য ইন্ডিয়াতে বুবুর কাছে ফোন করেনঃ
১। শুধু ইংরেজি মাস নয়, বরং বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি সব মাসেই বাড়ি ভাড়া দিতে হবে। এই মর্মে ঢাকার বাড়িওয়ালাদের আন্দোলন।
২। গ্র্যাভিটি বন্ধ আন্দোলন করা যেতেই পারে। স্লোগান হবে, "গ্র্যাভিটি আমাদের আকাশে উড়ার ক্ষমতা কেড়ে নিয়েছে।"
৩। বালিশ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে পারে ল্যাপ-তোষকের কারিগররা। এক কাজের বালিশ অন্য কাজে ব্যবহার করা যাবেনা। মাথার নিচের বালিশকে কোলবালিশ হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে।
৪। কাজের বুয়াকেও সপ্তাহে ২ দিন ছুটি দিতে হবে এবং মাসে ২ বার বেতন দিতে হবে। এই মর্মে কাজের খালারা আন্দোলনে যেতে পারেন।
৫। পাবলিক বাসগুলোকে রাস্তার মাঝে ত্যাড়া করে রাখতে না দেওয়ার জন্য ট্রাফিক পুলিশের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন লোকাল বাসের ড্রাইভাররা। রাস্তায় বাস ত্যাড়া করে জ্যাম বানানোর অধিকার তাদের দিতেই হবে।
৬। সরকারী অফিসের পাশের দোকানীদেরকে সরকারীকরন করার মর্মে চা-সিগারেট-হোটেলের মামারা আন্দোলন করতেই পারে। আনসাররা যদি জেনে-বুঝে জয়েন করার পরেও আন্দোলন করতে পারে, তবে তারাও করতে পারে।
৭। জমি সংক্রান্ত মামলার বাদী-বিবাদী উভয়কেই ওকালতি করার জন্য বার এশোসিয়েশনের সার্টিফিকেট দেওয়ার দাবীতে আন্দোলন। এনারা এতোবার কোর্টে যাতায়াত করতে হয় যে, ধারা মুখস্ত হওয়ার যোগাড় হয়ে যায়।
৮। সরকারী অফিসগুলো যার যার বাসায় করে দিতে হবে। এত কষ্ট করে অফিসে যাওয়া ভাল লাগেনা যাদের, তারা এটা নিয়ে আন্দোলন করতেই পারেন। ১০ টার ডিউটি ১২ টায় গিয়ে, ৫ টার জায়গায় ৩ টায় চলে আসা ব্যক্তিরা এখানে সমন্বয়কের ভুমিকায় থাকবেন।
৯। প্রতিটা টিভি চ্যানেলের রাস্তার পাশে, ছাদে, বারান্দায়, রুমে বাতাবীলেবুর চাষ করার দাবীতে বিটিভির কর্মীরা আন্দোলন করতেই পারে।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



