
ড্রাফটে রাখা পোস্টগুলো চেক করছিলাম(সেসব সহি সালামতে আছে কিনা দেখার জন্য)। হুট করে একটা ছবি ব্লগ পেয়ে গেলাম। ভাবলাম অংবং কিছু একটা লিখে পোস্ট করি।

বাস্তবে আমি তিনটি উপজাতীকে(দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৪৫টি) কাছ থেকে দেখেছি/মিশেছি। সাঁওতাল- রাজশাহীতে গিয়ে, চাকমা- আমার ক্লাসমেট ছিল(রাঙামাটির), খাসিয়া- সিলেটের জাফলং এ। আলাদা কৃষ্টি, কালচার, সংস্কৃতি হলেও, মোটের উপর সবাইকেই ভালো লেগেছে। এবার শুধু ছবি দেবঃ

১। চাকমা


২-৩। মারমা(পটুয়াখালীতে এরা রাখাইন নামে পরিচিত।


৪-৫। গারো সম্প্রদায়। এদের পরিবারের প্রধান হয় মেয়েরা। গলায় এক গোছা মালা, আর মাথায় পাখির পালক দেখলে সহজেই বোঝা যায়।

৬। ত্রিপুরা। এরা নাচে খুব এক্সপার্ট। কলসীর উপর উঠে, মাথায় বোতল/কলস রেখে কিংবা হাতে প্লেট ঘুরিয়ে ক্যামনে যে নাচে!

৭। মনিপুরি, এদের পাবেন সিলেটে।


৮-৯। সাঁওতাল।

১০। রাজবংশী।

১১। এরা কারা জানি না।
⚠⚠⚠মন্তব্য সেটিংসঃ পোস্টটিতে আপাতত মন্তব্য করতে পারবেন না।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৮