
চাঁদগাজীকে মিস করছি।
হাজী মোহাম্মদ মহসিন কিংবা দানবীর হাতেম তাই এর নাম মোটামুটি সব বাঙ্গালীই শুনে থাকবেন। উনারা বড় হৃদয়ের মানুষ ছিলেন। নিজের পকেটের টাকা খরচ করে মানুষের উপকার করেছেন। আমাদের দেশে এখন কি পরিমান হাতেম তাই, হাজী মোহাম্মদ মহসিন আছে তা জানা সম্ভব নয়। তবে এবারের ইউপি নির্বাচনের কারনে একটা ধারণা পাওয়া যাচ্ছে, দেশে হাতেম তাইয়ের সংখ্যা নেয়াৎ কম নয়! নিজের ঘাটের টাকা খরচ করে আমাদের উপকার করার জন্য উঠে পড়ে লেগেছে তারা!
একজন ইউপি চেয়ারম্যান, মেম্বার নির্বাচন করার জন্য, তার ভোটারদের সেবা দেওয়ার জন্য কোটি টাকা পর্যন্ত খরচ করে ফেলছে! এদেরকে হাতেমতাই বলবেন না তো কাদের বলবেন? নির্বাচনে জয়ী হলে এরা পাঁচ বছরে বেতন বাবদ সাত-আট লাখ টাকা পাবে। এই সাত-আট লাখ টাকার জন্য তারা কোটি টাকা খরচ করে ফেলছে! দেখছেন আপনাদের সেবা দেওয়ার জন্য তারা নিজের পকেটের কাঁচা টাকা কিভাবে খরচ করছে! আপনি তাদের সেবার না নিতে চাইলেও তারা জোর করে আপনার সেবা করবে।
এসব স্থানীয় সরকার নির্বাচন গুলিতে আগে এত টাকা খরচ করা লাগত না। আমাদের শেখ হাসিনা সরকার ব্যালট পেপারে নৌকা, ধানের শীষ ছাপানোর সিদ্ধান্ত নেওয়ার পরেই এসব নির্বাচনের ব্যয় দশ গুণ বেড়ে গেছে!
যাই হোক আমাদের এলাকায় এবার নৌকা আনার জন্য একজন এক কোটি টাকা খরচ করেছে। আবার সেই নৌকাকে ডুবিয়ে আমাদের সেবা করার জন্য আরেকজন দেড় কোটি টাকা খরচ করেছে। কি সৌভাগ্য আমাদের! এত দাম দিয়ে আমাদের সেবা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। যাক শেষমেষ নৌকা ডুবে গিয়েছে এখন দেখার বিষয কি কি দামী সেবা আমাদের জন্য অপেক্ষা করছে!
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


