somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশিষ্ট হলিউড অভিনেত্রী ও সুপার মডেল ব্রুক শিল্ডস এর ৫৫তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

৩১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশিষ্ট আমেরিকান অভিনেত্রী, সুপারমডেল ও সাবেক শিশু তারকা ব্রুক ক্রিস্টা ক্যামিলি শিল্ডস। যিনি ব্রুক শিল্ডস নামেই চলচ্চিত্র প্রেমিদের মাঝে সমাধিক পরিচিত। শিশুশিল্পী হিসেবে লুইস মালি’র বিশ্বব্যাপী বিতর্কিত প্রিটি বেবি চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া জাগান। নিউ অর্ল্যান্সের শিশু যৌনজীবন বিষয়ে তিনি অভিনয় করেছিলেন। এরফলে কিশোরী বয়স থেকে মডেল হিসেবে অভিনয়কর্ম চালিয়ে যান। আশির দশকে হলিউডে ‘দ্য ব্লু লেগুন’ (১৯৮০) ছবিতে অভিনয় করে দুনিয়াজোড়া খ্যাতি পান ব্রুক শিল্ডস। এর পরের বছর তার অভিনীত ‘এন্ডলেস লাভ’ও দর্শকপ্রিয়তা পায়। পরবর্তীতে তিনি অনেকগুলো নাটকেও অভিনয় করেন। যুক্তরাষ্ট্রের বর্তমান মাথামোটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একসময় প্রেমের প্রস্তাব পেয়েছিলেন আমেরিকান অভিনেত্রী ব্রুক শিল্ডস। ১৯৯২ সালে এক চ্যারিটি অনুষ্ঠানে প্রথমবার ব্রুক শিল্ডস ও ট্রাম্পের সাক্ষাৎ হয়। এর পাঁচ বছর পর ‘সাডেনলি সুসান’ টিভি সিরিজের সেটে আবার দেখা হয় তাদের। প্রেম প্রস্তাবে ট্র্রম্প ব্রুক শিল্ডসকে বলেন. "আমরা প্রেম করতে পারি! কারণ তুমি আমেরিকার সুইটহার্ট আর আমি আমেরিকার ধনী মানুষ। আমাদের কাছাকাছি দেখলে সবার ভালো লাগবে"। কিন্তু ব্রুক শিল্ডস তার প্রস্তাব ফিরিয়ে দেন। ব্রুক শিল্ডসই প্রথম নন, এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেন মেক্সিকান সুন্দরী সালমা হায়েক, মার্কিন মডেল-অভিনেত্রী ক্যান্ডিস বার্গেন ও এমা থম্পসন। কথিত আছে ব্রুক শিল্ডস এর প্রেমে প্রতারিত হয়ে ট্রফি ভেঙেছিলেন আগাসি! একবার জোয়ে ট্রিবিয়ানির আঙুলে চুমু খেয়েছিলেন ব্রুক শিল্ডস, আর তা দেখে মাথা ঠিক রাখতে পারেননি টেনিস সুপারস্টার আন্দ্রে আগাসি৷রাগ এতটা চরমে পৌঁছেছিল যে উইম্বলডন এবং মার্কিন ওপেন ট্রফি আছড়ে ভেঙে ফেলেন। আজ এই অভিনেত্রীর ৫৫তম জন্মবার্ষিকী। ১৯৬৫ সালের আজকের দিনে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট হলিউড অভিনেত্রী ও সুপারমডেল ব্রুক শিল্ডস এর জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা


ব্রুক শিল্ডস ১৯৬৫ সালের ৩১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তার পিতা ফ্রান্সিস আলেকজান্ডার শিল্ডস ও মাতা টেরি শিল্ডস। শিল্ডের মা ছিলেন জার্মান, ইংরেজ, স্কট-আইরিশ এবং ওয়েলস বংশোদ্ভূত। তাদের বিয়ের পূর্বে তার মা টেরি গর্ভাবস্থার কথা প্রথম প্রকাশ করলে ফ্রাঙ্কের পরিবার গর্ভপাতের জন্য অর্থ প্রদান করেন। টেরি তা গ্রহণ করলেও কন্যা সন্তান হিসেবে জন্ম নেন ব্রুক। পরে ফ্রাঙ্ক টেরিকে বিয়ে করেন। কিন্তু তাদের দাম্পত্যজীবন ভেঙ্গে যায় ব্রুকের পাঁচ মাস বয়সের সময়। শিল্ডসের পাঁচ দিন বয়সে তার মা তাকে শো বিজনেসে জড়ানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন। তার ভাষায়: সে অত্যন্ত সুন্দর শিশু এবং আমি তাকে কর্মজগতে প্রবেশে সহায়তা করবো। পিতার দিক দিয়ে ব্রুক শিল্ডস ইতালিয়, ফরাসি, আইরিশ ও ইংরেজ বংশোদ্ভূত। এর সাথে রয়েছে উচ্চ সামাজিক মর্যাদা ও অভিজাত সম্প্রদায়ের সাথে সম্পর্ক। পৈত্রিক সম্পর্কীয় দাদী ছিলেন ইতালীয় প্রিন্সেস ডোনা মারিনা তেরলোনিয়া। সেকারণে ইতালি বিশেষতঃ জেনোয়া ও রোমের অনেক অভিজাত পরিবারের সাথেও তার সম্পর্ক রয়েছে। দশ বছর বয়সে রোমান ক্যাথলিক চার্চে তার নতুন নামকরণ করা হয় ক্যামিলি। রোমান ক্যাথলিক ধর্মবিশ্বাস নিয়ে বড় হন ব্রুক শিল্ডস। উচ্চ বিদ্যালয়ে ভর্তির সময় তিনি নিউজার্সির হওয়ার্থে অবস্থান করেন। অষ্টম গ্রেড পর্যন্ত নিউ লিঙ্কন স্কুলে অধ্যয়ন করেন। ১৯৮৩ সালে নিউজার্সির ইঙ্গলফোর্ডের ডুইট-ইঙ্গলফোর্ড স্কুল থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। এরপর ১৯৮৭ সালে ফরাসি সাহিত্য নিয়ে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন।


প্রিন্সটনে থাকাকালে তিনি সরাসরি তার যৌনজীবন ও কুমারীত্ব নিয়ে কথা বলেন। তিনি প্রিন্সটন ট্রিঙ্গল ক্লাব ও কেব এন্ড গাউন ক্লাবের সদস্য ছিলেন। ১৯৮৫ সালে অন ইউর অওন শিরোনামে আত্মজীবনী প্রকাশ করেন। দি ইনিশিয়েশন নামে একটি সিনিয়র থিসিস প্রকাশ করেন ১৯৮৭ সালে। দ্য নিউইয়র্ক টাইমসের একটি সংখ্যায় তার স্কুলের দলিলপত্র সম্পর্কে ১৯৮৭ সালের জুলাই সংখ্যার লাইফ ম্যাগাজিনের প্রকাশিত বিষয়বস্তু সম্পর্কে তুলে ধরা হয় যা প্রিন্সটন থেকে স্নাতক ডিগ্রী নেয়ার অল্পকিছুদিনের মধ্যে প্রকাশিত হয়। শিল্ডস ইতিহাস, গণিত, দর্শন, অর্থনীতি, বিশ্বসাহিত্য অথবা বিজ্ঞানে কোনরূপ বাস্তব অভিজ্ঞতা অর্জন করেননি বলে সমালোচকেরা মন্তব্য করেন। কর্মজীবনে মাত্র এগারো মাসের শিশু হিসেবে ১৯৬৬ সালে মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন শিল্ডস। এটি ছিল ফ্রান্সিস্কো স্কাভুলো’র আইভরি সোপে। প্রতিনিধি ইলিন ফোর্ডের মাধ্যমে সফলতম মডেল হিসেবে কাজ করতে থাকেন তিনি। এলিন ফোর্ডের কথা তিনি আত্মজীবনী লাইফটাইম নেটওয়ার্কে তুলে ধরেছেন যে ফোর্ডের শিশু বিভাগটি ছিল শুধুমাত্র তারই জন্য । ১৯৭৮ সালে ১২ বছর বয়সে প্রিটি বেবি চলচ্চিত্রে শিশুপতিতার ভূমিকায় অভিনয় করেন। ফোর্ড মডেলিং এজেন্সির প্রতিষ্ঠাতা এলিন ফোর্ড ব্রুক শিল্ডস সম্পর্কে বলেছেন: সে একজন পেশাদার শিশু এবং অসামান্যা । সে দেখতে বয়স্কাদের ন্যায় এবং চিন্তাধারাও তাদেরই মতো। ১৯৮০ সালে ১৪ বছর বয়সে সর্বকনিষ্ঠ ফ্যাশন মডেল হিসেবে ভোগ সাময়িকীর প্রচ্ছদে ঠাঁই পান ব্রুক শিল্ডস। পরবর্তীতে একই বছরে বিতর্কিত মুদ্রণ ও টেলিভিশন বিজ্ঞাপনচিত্র ক্যালভিন ক্লিন জিন্সে অংশগ্রহণ করেন।


ব্যক্তিজীবনে ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময় প্রিন্সটনে সহপাঠী ডিন কেইনের সাথে ডেটিং করেন। এছাড়াও, জন এফ কেনেডি জুনিয়র, অভিনেতা লিয়াম নিসন এবং গায়ক জর্জ মাইকেলের সাথে শিল্ডসের সম্পর্ক ছিল। জাপানের রাজকুমার নারুহিতো’র সাথেও সম্পর্ক ছিল তার। স্বল্পকালের জন্য জন ট্রাভোল্টা’র সাথে সম্পর্ক গড়ে উঠলেও ১৬ বছর বয়সী ব্রুক শিল্ডস অস্ত্র ব্যবসায়ী ও ধনকুবের আদনান খাসোগি’র ১৮ বছরের পুত্র মোহাম্মদের সাথে কানে প্রথম সাক্ষাৎ ঘটে। ১৮ বছরে দোদি ফায়েদ সাথে পরিচিত হন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। ২৪ বছর বয়সে প্যারিসে দোদি ফায়েদের ৩৩তম জন্মদিনে সান্ধ্যকালীন সময় অতিবাহিত করেন। ২০০৯ সালের হেল্‌থ সাময়িকীর জুন সংখ্যায় প্রকাশ করা হয় যে, শিল্ডস ২২ বছর বয়সে তার কুমারীত্ব হারান। এ প্রসঙ্গে তিনি জানান যে, ঘটনাটি আরো আগেই ঘটতে পারতো। ব্রুক শিল্ডস সম্প্রতি তার নিজের সম্পর্কে অজানা তথ্য জানালেন। আর এ তথ্য তার জীবনের দু’জন পুরুষ, জর্জ মাইকেল এবং মাইকেল জ্যাকসন সম্পর্কে। ব্রুক বলেছেন, জর্জ মাইকেলের সঙ্গে অভিসার চালানোর সময় একদিন তিনি মনে করেছিলেন জর্জের কাছে নিজের কুমারীত্ব হারাতে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে ব্রুক জানিয়েছেন, একদিন লিমুজিনে চেপে জর্জের সঙ্গে ডেটিংয়ে বের হয়েছিলাম। আমরা এটা-সেটা নিয়ে কথা বলার পাশাপাশি সেক্স নিয়েও কথা বলছিলাম। তিনি গাড়ির চালককে বলছিলেন, কিছু সময়ের জন্য এদিক-ওদিক ঘুরতে। তখন আমি মনে মনে ভাবছিলাম, সম্ভবত আমি লিমুজিনের পেছনের সিটেই জর্জের কাছে আমার কুমারীত্ব হারাতে চলেছি। তবে শেষ পর্যন্ত তেমন কিছুই ঘটেনি। ডেট শেষে জর্জ আমাকে আমার বাড়ির সামনে নামিয়ে দিয়েছিলেন। পপ সম্রাট মাইকেল জ্যাকসনের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আমার বয়স তখন ১৩ বছর। ওই সময়েই জ্যাকসনের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। সম্পর্কে জড়ালেও, আমি তার কাছে কখনও কিছু চাইনি। তার কাছ থেকে আমার কিছু পাওয়ার প্রয়োজন ছিল না। সে আমার কাছে নিরাপদ ছিল। ব্রুক আরও জানিয়েছেন, ছোটদের মতো আমরা একে অন্যের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকতাম। এটা ছিল আমার জীবনের বড় একটি উপহার। পরে আমার বিয়ে হয়ে যায়। আমার ছেলে-মেয়ে হওয়ার পর জ্যাকসনের জীবনে আমার উপস্থিতি কমে যায়। আমি ইস্ট কোস্টে থাকতাম, আর সে থাকতো ওয়েস্ট কোস্টে। সাধারণত ফোন বা চিঠির মাধ্যমে আমাদের যোগাযোগ হতো। বর্তমানে তিনি টিভি অনুষ্ঠানের লেখক ক্রিস হেন্সির স্ত্রী। তাদের ঘরে আছে দুই মেয়ে। ১৮ বছরের রোয়ান ও ১৫ বছর বয়সী গ্রিয়ার। আজ বিশিষ্ট এই অভিনেত্রীর ৫৫তম জন্মবার্ষিকী। হলিউড অভিনেত্রী, সুপারমডেল ব্রুক শিল্ডস এর জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২০ রাত ১০:৪৯
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেঘ ভাসে - বৃষ্টি নামে

লিখেছেন লাইলী আরজুমান খানম লায়লা, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩১

সেই ছোট বেলার কথা। চৈত্রের দাবানলে আমাদের বিরাট পুকুর প্রায় শুকিয়ে যায় যায় অবস্থা। আশেপাশের জমিজমা শুকিয়ে ফেটে চৌচির। গরমে আমাদের শীতল কুয়া হঠাৎই অশীতল হয়ে উঠলো। আম, জাম, কাঁঠাল,... ...বাকিটুকু পড়ুন

= নিরস জীবনের প্রতিচ্ছবি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৪১



এখন সময় নেই আর ভালোবাসার
ব্যস্ততার ঘাড়ে পা ঝুলিয়ে নিথর বসেছি,
চাইলেও ফেরত আসা যাবে না এখানে
সময় অল্প, গুছাতে হবে জমে যাওয়া কাজ।

বাতাসে সময় কুঁড়িয়েছি মুঠো ভরে
অবসরের বুকে শুয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

Instrumentation & Control (INC) সাবজেক্ট বাংলাদেশে নেই

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৫




শিক্ষা ব্যবস্থার মান যে বাংলাদেশে এক্কেবারেই খারাপ তা বলার কোনো সুযোগ নেই। সারাদিন শিক্ষার মান নিয়ে চেঁচামেচি করলেও বাংলাদেশের শিক্ষার্থীরাই বিশ্বের অনেক উন্নত দেশে সার্ভিস দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প

লিখেছেন ঢাকার লোক, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৫

মাত্র মাস দুই আগে আমার এক আত্মীয়ের সাথে দেখা আমার এক বোনের বাড়ি। তার স্ত্রী মারা গেছেন তার সপ্তাহ দুই আগে। মক্কায় উমরাহ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে... ...বাকিটুকু পড়ুন

অভিমান

লিখেছেন জিনাত নাজিয়া, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:১২

" অভিমান "

তোমার ঠোঁটে বোল শিখেছি
তুমি আমার মা, কেমন করে
ভুলছ আমায় বলতে
পারিনা। এমন করে চলে
গেলে, ফিরে ও এলেনা। হয়তো
তোমার সুখেই কাটছে দিন,
আমায় ভাবছ না।

আমি এখন সাগর... ...বাকিটুকু পড়ুন

×