
বয়স বাড়ার সাথে সাথে মানুষের চেহারা পাল্টায়, রূপ পাল্টায়।
সুন্দর মুখশ্রী কুচকানো চামড়ার আড়ালে ঢাকা পড়ে এটাই নিয়ম।
চেহারার এই রূপ পাল্টানোটা দোষের নয়। তবে চেহারা পাল্টানোর
সাথে সাথে যদি তার মন পাল্টে যায় তা হলে তাকে বুঝতে বিভ্রান্তিতে
পড়তে হয়।
কিছু মানুষ সাধু সাজার ভান করলেও ভিতরে কুটিল যা তার চেহারা দেখে
বোঝার উপায় নাই। এরা মুখে মিষ্টি মিষ্টি কথা বললেও অন্তরে থাকে গড়ল।
এদের চেহারা দেখে বা কথা তা বোঝার উপায় নাই। এরা সব সময় মানুষের
অনিষ্ট করার সুযোগ খোঁজে। এতে তাদের কোন লাভ না হলেও মনে মনে খুশী
হয়।
আবশ্যকীয় পারিবারিক শিক্ষার অভাব তাদেরকে এমন নীচ মানসিকতার প্রলেপে
খোলসে বেড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করে। এরা সাপের চেয়ে ভয়ংকয়।
এদের থেকে সাবধান থাকুন সবাই।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


