
চৈত্রের খরা লাগছে সামুর গায়!! (একটি রম্য) !
নূর মোহাম্মাদ নূরু
চৈত্র মাসের খরা দেখি ব্লগের উপর পড়ছে,
লেখকেরা লেইখ্যা থুইয়া কোত্থায় গিয়া মরছে !
মন্তব্যের বালাই নাই, যে লেখছে তার খবর নাই,
এমনি ধারা চলতে চলতে ব্লগ ঝিমিয়ে পড়ছে!
চৈত্র মাসের খরার তাপে লেখা হচ্ছে ভাজি,
পঠকেরা ব্লগ থুইয়া যুদ্ধ যেতেও রাজি।
কেউবা বলে বিয়া করুম ধইরা আনো কাজী।
গরম কালে বিয়ার কথা বলে কোন পাজী!
মডু কয় শূন্য গোয়াল অনেক ভাল দুষ্ট গরুর চেয়ে,
হলি কাউ এবার তবে খুইজ্যা আনুন গিয়ে।
লোম বাছতে কম্বল কইলাম সাবাড় হবার পথে,
সবাই কি চলতে পারে একজনের মতে।
হরেক মানুষ নানান মত এটাই খাটি কথা,
তবে কেনো বাগড়া দেওয়া চলিছে অযথা।
চলুক সবাই স্বাধীন মত বলুক যা চায় মনে,
হজ্ঞলে কি শালীন ভাবে৷কইতে কথা জানে।
ফিরাই আনো সব ব্লগার যারা খাইছে ব্যান,
খরা তাইলে কেটে যাবে বাচবে সামুর জান।
নিজের খেয়ে বনের গাধা খেদায়ইতাছে যারা,
হুদাই কেনো সেই বেচারা খাইতে আছে ধরা।
সুখ বসন্ত সুখের কালে যারা কুহু গায়,
তাদের কেনো সকল সময় মডু ভালা পায়?
আসলে খরা উড়ে যাবে রঙিন প্রজাপতি
থাকবেনা কেউ ধরতে তখন সামুর মাথায় ছাতি।
সময় থাকতে সহজ ভাবি কাজের পরে নয়,
সবাই মিলে থাকলে পরে সবার ভালো হয়।
কে ভালো, কে মন্দ বুঝবো তাদের কথায়,
মন্দ হলে নিজেই যাবে ভালো থাকবে মাথায়।
প্রকাশকালঃ ঢাকা, ২০ মার্চ ২০২২ ইং
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




