
মুখোশ পরা মানুষ !!
নূর মোহাম্মাদ নূরু
মুখোশ পরা মানুষ গুলো চেনা বড় দায়,
বিবেক শূন্য বলেই তারা পা রাখে দুই নায়।
সব দলেই থাকে তারা সবাই কে বলে যাই,
মোসাহেবী করতে ভবে এদের জুড়ি নাই।
তেল মাখিতে, পদ লেহন হেন কাজ নাই,
মুখোশ পড়া এসব মানুষ দূরে রাখো ভাই।
যখন তখন এরাই কিন্তু উল্টা পাল্টা বলে,
জটিল কুটিল এসব মানুষ নিওনাকো দলে।
বিবেক ছাড়া মুখোশ মানুষ গিরগিটির ন্যায়,
সকাল, বিকাল সন্ধ্যা রাতে নিজের রঙ পাল্টায়।
মুখে কালি, ন্যাড়া মাথায় যতই ঢালো ঘোল,
সব শিয়ালের মুখে থাকে হুক্কা হুয়া বোল।
ন্যাড়া মাথা যায়না শুনি বেলের গাছ তলায়,
মুখোশধারী এ কথাতে ভয় নাহিতো পায়।
বেল পড়ুক, মাথা ফাটুক হোক না অপমান,
লাজ শরমের মথা খেয়ে মুখে গুজে পান।
থু থু মারি এদের মুখে দুমুখো শাপ যারা,
যাদের জন্য কলংকিত সভ্য সমাজ পাড়া।
মুখোশধারী সোজা হবি পড়বি যেদিন ধরা,
ছাড় পাবিনা দেখবনা তুই জীবন্ত না মরা।
প্রকাশকালঃ ঢাকা-২২ মার্চ ২০২২ইং
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




