
পেট ভরে VAT খাই !!!
নূর মোহাম্মাদ নূরু
VAT ছাড়েতে দাম কমেনি ডাল চিনি আর তেলে,
সিন্ডিকেটের হোতারা তা খাচ্ছে গিলে গিলে।
লাভের উপর বাড়তি খেয়ে খাচ্ছে তেলে ঝোলে।
মনে তাদের বেজায় খুশি ভূড়ি ওঠে দুলে।
VAT কমেছে দাম কমিবে তেমন আশা নাই,
যাদের তরে VAT কমেছে তাদের পাতে ছাই।
বেশী দামেই বিক্রি হয় যে তেল চিনি আর ডাল,
কি লাভ হলো VAT ছাড়াতে তেলো মাথায় তেল।
মন্ত্রী মশাই ভাবছে বসে কাজটা হলো কি
করবো যাদের দমন এখন তারাই খাচ্ছে ঘি!
এমন করে ধোঁকা খাবো বুঝিনিতো আগে,
সব বেটাদের শূলে দিবো যদি পাই বাগে।
রমজানেরই পূণ্য মাসে দাম কমিলে তেলে
সকল পাপের ক্ষমা যদি একটু হলেও মেলে।
যেমন ভাবা তেমনি কাজ টিসিবিকে ডাকি
আদেশ করেন কাজে কম্মে চলবেনাকো ফাঁকি
ডঙ্কা বাজাও গাড়ি সাজাও ভরো চিনি তেলে
সাথে নিও ছোলা খেজুর যদি কিছু মেলে।
কম দামেতে দিবো তাদের যাদের নিছি ভোট,
পূণ্য মাসে তেল না পেলে মনে পাবে চোট!
যেমনি বলা তেমনি ভাবেই টিসিবির গাড়ি সাজে,
কম দামেতে সব মিলিবে খুশির বাদ্য বাজে।
সকাল থেকে গাড়ির পিছে মানুষ সারি সারি,
তেল, চিনি, ডাল নিয়ে তারা ফিরবে নিজের বাড়ি।
সকাল গিয়ে বিকাল হলো কমছেনা যে মানুষ,
হতাশ হয়ে রোদের তাপে কেউবা হলো বেহুশ!
খালি হাতে যেতে হলো তেলের আশা নাই,
সপ্ন দেখি মনে মনে পেট ভরে VAT খাই৷!!
প্রকাশকালঃ ঢাকা, ২৫ মার্চ, ২০২২ ইং
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




