
ষড়যন্ত্র !!
নূর মোহাম্মদ নূরু
ষড়যন্ত্রের নোংরা তন্ত্রে গণতন্ত্র কাঁদে,
দেশের গণতন্ত্র এখন ষড়যন্ত্রের ফাঁদে।
এমন কোন ক্ষেত্র নাই ষড়যন্ত্র ছাড়া,
উন্নয়নের চাকাটাকে আটকে দিছে তারা
শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য বস্ত্রে ষড়যন্ত্রের পোঁকা,
সহজ ভাবে পাইতে গিয়ে খাচ্ছে মানুষ ধোঁকা।
অর্থনীতি, সমাজনীতি, নীতির বালাই নাই,
খুজঁতে গিয়ে পাচ্ছে মানুষ বস্তা বোঝাই ছাই।
ষড়যন্ত্রের কুটিল মন্ত্রে যে হয়েছে বশ,
তার হাতে দেশ ও জাতির ঘটে সর্বনাশ।
উন্নয়নের সকল কাজে ষড়যন্ত্র চলে,
ইমারতে বাঁশের কঞ্চি দেয় রডের বদলে।
গরীব মানুষ থাকে যখন ডাল তেলের আশায়,
সিন্ডিকেটের ষড়যন্ত্র চোখের জলে ভাসায়।
দিনে দিনে বাড়ছে দেশে ষড়যন্ত্রের আকার,
দায় হয়েছে তাদের জন্য প্রাণটি নিয়ে থাকার।
দেশের নামে, সকল কামে চলে ষড়যন্ত্র,
মুখে মুখে ধুয়া তোলে নাই যে গণতন্ত্র।
বিনা তেলে চলে এটা এমনই এক যন্ত্র,
উন্নয়নের প্রধান বাঁধা সকল ষড়যন্ত্র।
রুখতে হবে ষড়যন্ত্র ছাড় যাবেনা দেয়া,
বিন্দু মাত্র থাকে যদি দেশের তরে মায়া।
নিজে ছাড়ি ষড়যন্ত্র, তাকে ধরি পরে,
কি লাভ হবে বেঁচে থেকে দেশটা গেলে মরে!
প্রকাশকালঃ ঢাকা, ২৭ মার্চ, ২০২২, ইং
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




