
ঘেউ ঘেউ করা কুকুরের কাজ!!
নূর মোহাম্মদ নূরু
ঘেউ ঘেউ তো কুকুর করিবে দেখলে কোনো পথিক,
কেনো করে কিসের তরে খুঁজবে না তার লজিক!
চুপটি করে পাশ কেটে যাও ঢিল মেরোনা তাকে,
জ্ঞানী মানুষ ঢিল মারে কি কভু বল্লার চাকে!
ঢিল মারিলে সারমেয় যে রেগে যাবে খুব,
আরো বেশী ঘেউ করিবে হবে যে বেকুব।
সামনে পিছে দেখতে পাবে দল হয়েছে ভারী,
চিৎকারেতে আরো কুকুর আসবে সারি সারি।
যতো পারো দূরে থাকো সারমেয়দের হতে,
গা বাঁচিয়ে চলো তুমি তোমার আপন পথে।
ঘেউ করিলে রা করোনা ঢিল নিওনা হাতে,
ঢিল মারিলে সারমেয়দের উঠবেনাতো জাতে!
ভুলেও যদি ঢিল মারো সেই কুকুরের পালে,
মনে রেখো অনেক দুঃখ লেখা আছে ভালে।
গন্তব্যে যে পৌঁছা তোমার হয়ে যাবে দায়,
চার্চিল সাহেব এ কথাতেই দিয়ে গেছেন সায়।
আমি কেবল তাঁর কথাটি চিন্তা করে দেখি,
একেবারে নিখাদ বানী নেইতো কোন ফাঁকি।
সারমেয়দের কবলেতে পড়ে গেলে কেউ,
ঢিল মেরোনা, নীরব থাকো যতই করুক ঘেউ!
প্রকাশকালঃ ঢাকা, ২৮ মার্চ, ২০২২ ইং
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




