
সুবিধাবাদী মানুষ !!
নূর মোহাম্মদ নূরু
সুবিধাবাদী মানুষগুলো কারো আপন হয় না,
নিজের স্বার্থ না থাকিলে কারো কথাই কয় না,
সব সময়ে বড়টা যে চাইবে নিজের ভাগে,
পান থেকে চুন খসিলে জ্বলেতে থাকে রাগে।
নিজের বেলা ষোল আনা উসুল করা চাই,
স্বার্থ ছাড়া আগাবে না হলেও নিজের ভাই।
পিতা-মাতা ভাই বোনেদের থোড়াই কেয়ার করে,
বিপদ আপদ দেখলে তাদের দূরে কেটে পড়ে।
স্বভাব তাদের নেতিবাঁচক সবখানে দোষ খোঁজে,
নিজে কিছুই করবে না তয় বাগড়া দিবে কাজে।
বেঈমানী তার শিরা মজ্জায় যদি সুযোগ পায়,
তলি ফুটো করে দিবে পার হবে যে নায়।
দুধ কলাতে পুষলে যেমন আপন হয়না সাপ,
তাইতো এরা কুটিল কাজে ভাবে নাতো পাপ।
আত্মীয়দের খোঁজ রাখেনা বিপদে আপদে,
এদের জন্যই মানবতা গুমরে গুমরে কাঁদে।৷
পাপ পূণ্যের হিসাব যাদের অন্তরে না থাকে,
বুঝবে সেদিন পড়বে যখন কঠিন দুর্বিপাকে।
এদের থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ,
সময় থাকতে না বুঝিলে পড়বে মাথায় বাঁজ।
প্রকাশকালঃ ঢাকা, ২৯ মার্চ, ২০২২ ইং
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২২ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




