
"মন খুলে হাসো"
নূর মোহাম্মদ নূরু
চির দিন কভু কারো যায়না সমান,
সুখ দুঃখ নিয়েই চলেছে জীবন।
রোগ শোক জরা ব্যাধি আরো কত কিছু,
দুঃখের কারন তারা চলে পিছু পিছু।
কেউ কেউ দুঃখ পেলে হয় যে হতাশ,
তাদেরই লাগেনা কভু সুখের বাতাস
হাসি মুখে যারা এর মোকাবেলা করে,
তারাই সুখী হয় দুঃখ দূরে সরে।
ধন জন টাকা কড়ি কড়ি সুখ নাহি দেয়,
মনেতে কুটিলতা যার হিংসা ভরা রয়।
অহমিকা অনাচার পারেনা ছাড়িতে,
সুখ কভু নাহি থাকে তাহার বাড়িতে।
হাসি নাই মুখে যার মলিন বদন,
দুঃখ তারে সরা দিন করে যে দংশন।
হাসি নাই মুখে তার নীরবে কাঁদে,
জীবনটা বাঁধা পড়ে দুঃখের ফাঁদে।
মন খুলে না হাসিলে যাবেনা আঁধার
দুঃখের সাগরে তবে কাটিবে সাতার।
দূঃখে থাকো কষ্ট যত হাসি মুখে থাকো,
যে আছে পাশে তব তাকেও সুখি রাখো।
সুখি মানুষের মুখ কভু হয়না মলিন,
দুঃখেও হাসিতে তার কাটে সারা দিন।
ছোট্ট এ জীবনকে যদি ভালোবাসো,
দুঃশ্চিন্তা ঝেড়ে ফেলে প্রাণ খুলে হাসো।৷
প্রকাশকালঃ ঢাকা-৩০ মার্চ,২০২২ ইং
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




