
রগচটা মানুষ!!
নূর মোহাম্মদ নূরু
রগচটা মানুষ গুলো অল্প কথায় রাগে,
অকারণে লম্ফ ঝম্ফ রাগ আসেনা বাগে।
কি যে করে কি যে বলে মাথা মুণ্ড নাই,
রেগেমেগে বাপকে বলে তুমি কে হে ভাই?
একে মারে ওকে বকে সামনে যাকে পায়,
বকাবকির সাথে আবার হাত ও তোলে গাঁয়।
ছেলে, মেয়ে বউ পরিবার কাউকে নাহি ছাড়ে,
রাগের মাথায় তুচ্ছ কথায় সবাইকে সে মারে।
রগচটা যে মন্দ অতি সভ্য মানুষ নয়,
তারা শুধু ক্ষতিই করে ভালো নাহি হয়।
দশের কিংবা দেশের কাজে কভু না হয় মতি।
যায়না বোঝা আগে ভাগে তাদের মতি গতি।
নিজে যাহা ভালো বোঝে করে সে কাজ শুধু,
অমৃতকে গড়ল ভাবে বিষ কে ভাবে মধু।
ভালো কথা তাদের কাছে বিষের মত লাগে,
উপদেশের ধার ধারেনা ফুলতে থাকে রাগে।
রগচটারা দলে ভারী হচ্ছে দিনে দিনে,
মান আর জান বাঁচাতে এদের রাখুন চিনে।
যত পারো এদের থেকে দূরে ফূরে থাকো,
মান সম্মান যেটুক আছে সেটুক বজার রাখো।
প্রকাশকালঃ ঢাকা, ৩১ মার্চ,২০২২ ইং
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




