
এক নষ্ট মানুষের আত্মকথা !!
নূর মোহাম্মদ নূরু
আমি এক নষ্ট মানুষ থাকি একা বদ্ধ ঘরে,
ভয়ে কেহ কাছে ঘেষেণা থাকে দূরে সরে।
মন্দ কুটিল কু-মন্ত্রণা আমার দিনে রাতে চলে,
কেউ আমাকে এ কারণে জটিল মানুষ বলে।
কারো কথার ধার ধারিনা করি যাহা চাই,
ছাড় দেইনা কাউকে আমি হলেও আপন ভাই।
দেশ ও দশের কথা আমার মনে নাহি আসে,
কিইবা ক্ষতি কেউ যদিগো চোখের জলে ভাসে।
আমার পাড়ায় আমি রাজা কাউকে নাহি ডরি,
প্রতিবাদ করলে কেহ পাড়া ছাড়া করি।
রক্ত চক্ষু করলে কেউ চোখ দুটো নেই তুলে,
আমার পানে তাইত কেউ তাকায় আর ভুলে।
দুষ্ট বলে আমার কাছে নীতির বালাই নাই,
মধু লোভে মাঝে মাঝে কুঞ্জবনেও যাই।
শরাব পানে সরব থাকি পাড়ার সবার জানা,
দেখেও তা কেউ দেখেন হয়ে থাকে কানা।
মনে বড় আরাম লাগে দেখে তাদের দশা,
নিজকে আমি হাতি ভাবি ওরা ছোট্ট মশা।
মশা মারতে কামান আমি দাগাই মাঝে মাঝে,
আছি আমি জানান যে দেই সকাল দূপুর সাঁজে।
সে কারনে নীরব থাকে আমাদের এই পাড়া,
সরব হলে সব হারাবে সেটা জানে তারা।
উচু গলায় কেউ বলেনা আমার সাথে কথা,
দেখলে আমায় দূর থেকেই হেট করে মাথা।
ছিন্তাই রাহাজানি হাইজ্যাকে নাই জুড়ি,
বাঁধ সাধিলে কোন ব্যাটা নামিয়ে দেই ভূড়ি।
বোমা মারি, গুলি চালাই চক্ষু বন্ধ করে,
সাধ্য কারো হয়না কভু এই আমাকে ধরে।
ভাগ্য দোষে যদি কভু হয় যায় জেল,
রাজার হালে থাকবো সেথা পায়ে মাখবে তেল।
জেল ফাঁসি জরিমানা আমার কাছে পানি,
কি করে জামিন হবে সে মন্ত্রও জানি,
বিশাল আমার বুকের পাটা ৫৬ ইঞ্চি ছাতি,
যখন তখন যাকে খুশি বুকে মারি লাথি।
প্রতিবাদ করতে কেউ সাহস নাহি করে,
ট শব্দ কেউ করতে গেলে যাবে পরপারে।
চুপ থাকিবে না দেখিবে বুদ্ধিমান যারা,
গোল করিলে বেঘোরেতে পড়বে যে মারা।
দুষ্ট লোকের নষ্ট থাবার হয়োনা শিকার,
উচু মাথার কাউকে বাঁচার দেইনা অধিকার।
প্রকাশকালঃ ঢাকা, ২ এপ্রিল,২০২২ইং
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




