
আত্মশুদ্ধি! !
নূর মোহাম্মদ নূরু
দুষ্ট মানুষ পণ করেছে হয়ে যাবে ভালো!
বের করিবে ভিতর থেকে যত আছে কালো।
অন্ধকারে গুমরে কাঁদে তাহার কালো মন,
আর কত কাল মন্দ কাজে থাকবি অভাজন।
বহু দিন তো করলিরে তুই কতই বাহাদূরী,
মন্দ কাজে তোর সাথে ছিলোনা কারো জুড়ি।
আরাম আয়েস করছো তুই পরের হক মেরে,
গাড়ি বড়ি সুন্দর নারী যাবি যে সব ছেড়ে!
সকল কাজের হিসাব যে দিন চাইবে মহাজন,
ছোট্ট এই জীবনে এত কিসের প্রয়োজন?
কি কি কাজে ব্যয় করিলি অবৈধ কামাই,
সঠিক সঠিক হিসাব আজ আমি জানতে চাই।
মনের মাঝে হর হামেশা এসব কথা বাজে,
মন্দ ছেড়ে এবার তাই লাগবে ভালো কাজে।
বার করিবে টেনে হিচড়ে মনের যতো কালে,
লাগবে সেথা সুখের পরশ ভিতর হবে আলো।
ভালো হবো বললেই কি আর ভালো হওয়া যায়,
সারা জীবন মন্দ কাজের কালি আছে গায়!
সাবান লোবান গরম জলে শুদ্ধ হ আগে,
তবে যদি মনের মাঝে আলোর পরশ লাগে
করছো যতো জটিল কুটিল মিথ্যা অহংকার,
মন্দ কাজে ক্ষমতার অপ ব্যাবহার।
সবার আগে এসব যদি গলা টিপে মারো,
ভালো হবার খায়েস তবে পুরণ করতে পারো।
পবিত্র এ রোজার মাসে ভালো হবার আশা,
মনের মাঝে সংগোপনে বেঁধেছে যে বাসা।
মনের কালো দূরে গেলেই তবে ভালো হবে,
দুষ্ট মানুষ ছিলি যে তুই সবাই ভুলে যাবে।
প্রকাশকালঃ ঢাকা- ৪ এপ্রিল ২০২২ ইনহ
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




