
হাবলংগের বাজার!!
নূর মোহাম্মদ নূরু
আজব এক বাজার বসছে দিবা রাত্রি খোলা,
নাপিত মুচি পাহারা দেয় সভাপতি জোলা।
সব কিছু মিলবে হেথায় দামে বিশাল ছাড়,
নাম দিয়েছে জমিদারে হাবলংগের বাজার।
সুশীল, সাধু পণ্ডিতেরা বড্ড চাপে থাকে,
এদের মুখে নাপিত মুচি ছাই কালি যে মাখে।
পানের থেকে চুন খসিলে রক্ষা নাহি কারো,
নাকে খত দিলেই তবে তুমি থাকতে পারো।
এদের জ্বালায় মান থাকেনা প্রাণও যেতে পারে,
ভয়ে থাকে সাধু জনে কখন ধরবে ঘাড়ে।
ভিটা ছাড়া করে দিবে করে যদি গোল,
থাকতে হলে সকাল বিকাল মাখো এদের তেল।
এই বাজারে মিলবে যত পঁচা বাসি খাবার,
নাক চেপে সেই আবর্জনা খেতে হবে সবার।
ভালো কিছু আনলে কেউ মারতে আসে তেড়ে,
কেড়ে নিয়ে সে সব জিনিস ছুড়ে ফেলে দূরে।
নাপিত আর মুচি মিলে বাজার রাখে গরম,
দেখে তাদের লম্ফ জম্ফ পণ্ডিতে পায় শরম।
হাত পা বাঁধা মুখে তালা বলার কিছু নাই,
নাপিত মুচি এই বাজারে যেন দুটি ভাই।
গরু ছাগল গাধার পাল বাজার ভরা আছে,
এমন লাথি মারবে কষে যদি দাঁড়াও কাছে।
সস্তা দামে মিলবে এসব হাবলংগের বাজারে,
ইচ্ছে মতো ভূনা করে শিন্নি দাও মাজারে।৷
প্রকাশকালঃ ঢাকা-৬, এপ্রিল ২০২২ ইং
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




