
যায় চলে যায় রহমতের দশক!
নূর মোহাম্মদ নূরু
পবিত্র এ রমজান মাস তিন ভাগে ভাগ করা,
প্রথম দশক রহমতের জানে মুমিন যারা।
এক থেকে দশ রোজায় থাকে আল্লাহর রহমত,
মুমিন বান্দা সেই আশাতে করে ইবাদত।
কষ্ট ক্লেষ ভুলে গিয়া নামাজ রোজা করে,
মনের যতো পেরেশানি যায় যে দূরে সরে।
আল্লাহর উপর ভরসা করে রমতের আশায়,
মুমিন বান্দা চোখের জলে নিজের বুক ভাসায়।
চোখের পানি আল্লাহর কাছে মহা মূল্যবান,
বিনিময়ে আল্লাহতা'লা বেহেশত করবে দান।
মহা সুখে থাকবে সেথা জরা ব্যাধি নাই,
এমন সুযোগ হেলা ফেলায় হারাতে কি চাই?
রহমতের দশ দিনের আধেক চলে গেছে,
বাকী আধেক পাবার সুযোগ এখনো যে আছে।
চোখের পানি ছেড়ে দিয়ে করি ফরিয়াদ,
রোজ হাসরে দয়াল মাওলা দিয়োগো নাজাত।
অধম বান্দা আমরা তোমার পাপের সীমা নাই,
আশা তবু বিচার দিনে নেবেগো তরাই।
পাপের চেয়ে তাহার ক্ষমা কোটি গুনে বেশী,
তাহার দয়ায় কেটে যাবে পাপ যে রাশি রাশি।
তাইতো আর হেলা যে নয় আর দেরী না করে,
সময় মতো নামাজে যাই তল্লাহতা'লার ঘরে।
জিকির করি, কোরান পড়ি সাধ্যমতো ভাই
যায় চলে যায় রহমত আর যে সময় নাই।
প্রকাশকালঃ ঢাকা- ৭ এপ্রিল ২০২২ ইং
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




