
তরকারী নিয়ে বাড়াবাড়ি
নূর মোহম্মদ নূরু৷
প্রামানিক ভাই পইরা আছে
বাটা মশলার যুগে,
পাটা পুতার ঘষা ঘষির
নষ্টালজিয়ায় ভোগে!
আগের দিন যে বাঘে খাইছে
সে খবর কি আছে।
গুড়া মশলায় রান্না চলে
টাকি আর শোল মাছে।
বাটা বাটির ধার ধারেনা
সময় কি আর আছে,
তাইতো আর স্বাদ পায়না
পাবদা ফলি মাছে।
চাষের পাংগাস রুই কাতলে
আগের মজা নাই,
দেশী মাগুর কই শিং
কোথায় বলো পাই।
স্বাদ কেনো নাই তরকারীতে
গিন্নীকে সুধায়,
কতো মজার তরকারী যে
রাধতো আমার মা'য়।
ঝামটা দিয়া ভাবী বলে,
করবানা আর রাও,
মুখে এখন কুলুপ এটে
যা দিছি তা খাও!
হাইব্রিডের শাক সবজি
মজা কোথায় পাবা,
দাম শুনে তার চান্দি দিয়া
বেরোয় গরম লাভা।
বেলে মাছের ভরতা খাবা
দিবা সপ্ন দেখো,
টেংরা মেনি দেশ ছেড়েছে
খবর কি তা রাখো?
কই শিং আর ফলি মাছের
লম্ফ ঝম্ফ নাই,
চাষের মাছের যন্ত্রণাতে
গিয়াছে পালাই।
এসব খেতে বাটা মশলার
বিকল্প যে নাই,
হিসাব রাখো মাস চালাতে
কত টাকা পাই।
মশলা পিষার ঝই ঝামেলা
আর পারি না নিতে,
তাইতো তেমন মজার সালুন
পড়ছেনা যে পাতে।
নাক ডাকিয়া শুয়ে থাকো
হুস থাকেনা রাতে,
সারাদিনের কাজের ঠ্যালায়
রাতে কোকাই বাতে।
গুড়া মশলার তরকারীতে
কত মজা চাও!
বয়স বাড়ে বুদ্ধি কমে
বোঝোনা দেশের ভাও।
গুড়া মশলার তরকারী খায়
রা করেনা মুখে,
স্বাদ না হলে মন ভরে কি
বড় ব্যাথা বুকে।
প্রামানিক ভাইয়ের মজার তরকারীর সিক্যুয়াল
প্রকাশকালঃ ঢাকা- ১২ এপ্রিল ২০২২ ইং
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




