
নিপাট এক ভদ্রলোক
নূর মোহাম্মদ নূরু
নিপাট এক ভদ্র মানুষ আমাদেরই খাঁন
কারো কোন মন্দ কথায় দেন না তিনি কান।
নিজের মনে দিনে রাতে অনেক কিছু লেখেন,
বাস্তবতায় ভরা সে সব যখন যেটা দেখেন।
আজে বাজে অনেক কথা শুনেও দুই কানে,
না শোনার ভান করে চলেন আপন মনে।
গায় মাখেন না নিন্দা মন্দ যে যাহাই বলুক,
মন্দ মানুষ গন্ধ নিয়ে তাদের পথে চলুক।
বিক্রমপুরের শাহাজাদা বংশে তিনি খাঁন,
বরিশালের জামাই তবে পানিকে ভয় পান।
সে কারণে শ্বশুর বাড়ি খুবই কম যান,
শ্বশুর বাড়ির পিঠা পায়েশ মজা করে খান।
পরীর মতো দুটি কন্যা ঘরে আছে তার
দুঃখ কষ্ট গায় মাখেনা সুখী পরীবার,
বিয়ের আগে প্রেম করেছ সুরভী নাম তার,
হেসে খেলে সবাই মিলে দিন করিছে পার।
চলার পথে নানান ছবি নেন যে তিনি তুলে,
অবসরে সে সব দেখে মনের দুঃখ ভোলে।
গরীব দুঃখীর চোখের পানি মুছেন নিজের হাতে,
তাদের কথা মনে করে কাঁদেন গভীর রাতে।
গাজী নামের মালা জপেন তাকে গুরু মানেন,
এ কথাও কম বেশী সব মানুষে জানেন।
তাহার কথা বেদ বাক্য যাই বলেন গাজী,
তার জন্য খানসাহেব যে যুদ্ধ করতেও রাজী।
গাজীও তাকে শিষ্য মানে ভাবে আপনার,
সুখে দুঃখে আছে হয়ে দুজন দুজনার।
তাহার ঘরের এসব কথা আমরা সবাই জানি,
লেখেন তিনি তাইতো জানি মনে হবে ফানি।
কেউ কেউ মাঝে মাঝে তাহার উপর রাগে,
তাহার সোজা সরল কথা বাঁকা তাদের লাগে।
আজে বাজে কথার বাণ ছুড়ে তাকে মারে,
কেউবা আবার ধরে তাকে বাক্স বন্দি করে।
সাদা মনের মানুষ বলেই অকপটে বলেন,
নিন্দুকের মন্দ কথা দু-পায়েতে দলেন।
খাঁনের সাথে মাঝে মধ্যে আমার টক্কর লাগে,
বিন্দু মাত্র ছাড় নাহি দেই পাই যদি বাগে।
দোষ ত্রুটি ভালো মন্দ সবার মাঝেই থাকে,
সংগ দোষে ভালো মানুষ পতিত হয় পাঁকে।
কাঁচের মাঝে সোনা চিনতে করোনা কেউ ভুল,
নিপাট ভদ্র মানুষ যে খাঁন মারছি না যে গুল!
ছবিঃ খাঁনসাবের সৌজন্যে
প্রকাশকালঃ ঢাকা-১৩ এপ্রিল ২০২২ ইং
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




