
সাংবাদিক বনাম সাংঘাতিক!
নূর মোহাম্মাদ নূরু
সাংবাদিকতা মহান পেশা জাতির বিবেক তারা,
সত্য কথা বলতে গিয়ে পড়ছে কত মারা।
অন্যায়ের কাছে কভু মাথা নত না করে,
জাতি তাদের স্মরণ করে যুগ যুগ ধরে।
বর্তমানে সাংবাদিকরা বড়ই সাংঘাতিক,
টাকার ধান্ধায় আকাম করে ভুলে ঠিক বেঠিক।
তিলকে তারা তাল যে বানায়,তালকে করে তিল।
লেখা আর ছবির মাঝে পাইনা খুঁজে মিল।
চোরকে তারা সাধু বানায়, সাধুকে কয় চোর,
হুজুর হুজুর তারে করে যাহার আছে জোর।
নীতি ফীতির ধার ধারেনা,লজ্জা শরম নাই,
মগজ শূণ্য মাথায় তাদের কূট চিন্তা বোঝাই।
দলাদলি ঠ্যালা ঠেলি লুচ্চামিতে সেরা,
বড় মাপের সাংঘাতিক পড়ে গেছে ধরা।
ঘরে আছে বউ বাচ্চা পরোয়া নাই তার,
ধুইলেও কয়লার ময়লা হয়না পরিস্কার।
তাইতো বউ মেজাজ দেখায় ইচ্ছা মতো চলে,
পোলা মাইয়া বাপের সাথে উল্টা পালটা বলে।
নীতি ছাড়া এ সাংবাদিক সাংঘাতিকের দলে,
যাতা কলে পড়ে গেলে চড় থাপ্পর খায় গালে
আগের দিনে সাংবাদিকের নীতি ছিলো কড়া,
ভুল করিলে সরকারও যে নাহি পেতো ছাড়া।
মানিক মিয়া, নাসিরুদ্দিন মহান সাংবাদিক,
তাঁরাই হলো এ দেশ গড়ার মহান সৈনিক।
এখন যারা এই পেশাতে পয়সার কাছে ধরা,
মাঝে মাঝে তাইতো তাদের হাতে হাতকড়া।
সাংবাদিকরা ভ্রষ্ট হলে দেশ যায় রসাতলে,
এ কারণে এদের সবাই সাংঘাতিক বলে।
প্রকাশকালঃ ঢাকা, ১৪ এপ্রিল ২০২২ ইং
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




