
(photo credit google)
রাগী বউ !!
ঢাকার সবুজবাগ থানার ল্যান্ড ফোন ক্রিং ক্রিং শব্দে বেজে উঠলো। এক অপরিচিত লোক ফোন করেছেন। ডিউটি অফিসার ফোন রিসিভ করে ফোন করার কারন জানতে চাইলে তিনি জানালেন; তার পাশের বাসার এক মহিলা মাথায় লাঠি মেরে তার স্বামীকে খুন করেছে। ফোন রাখার আগে সে বাসার ঠিকানা লিখে নিলেন ডিউটি অফিসার।
ফোন রাখার সঙ্গে সঙ্গে থানা থেকে এক সাব ইন্সপেক্টর কয়েকজন পুলিশ নিয়ে ওই বাড়িতে গেলেন । কিছুক্ষণ পর ওসি সাহেব ফোন করে সাব ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলো ঘটনাটা কি সত্যি?
সাব ইন্সপেক্টর এর উত্তর, জি স্যার।
কি কারনে সে তার স্বামীর মাথায় লাঠির বারি মেরেছে যার কারনে তার মৃত্যু হলো?
সাব ইন্সপেক্টর বললোঃ মহিলা কষ্ট করে ঘর মুছার পর তার স্বামী ঘর শুকানোর আগেই জুতা পায়ে সেই ঘরে ঢুকেছিল বলে রাগ করে সে তার স্বামীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেছে; তাতে লোকটি মারা গেছে।
ওসি সাহেব বললেন, ওই মহিলাকে কি অ্যারেস্ট করা হয়েছে?
সাব ইন্সপেক্টর ভয়ে ভয়ে বললেন, না স্যার, ওই ঘর এখনো শুকায় নাই !!
সংগৃহীত
সম্পাদনায়ঃ নূর মোহাম্মদ নূরু
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২২ রাত ৮:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


