
ভুলি নাই প্রামানিক ভাই !!
© নূর মোহাম্মদ নূরু
ছড়াতে প্রামানিক ভাই ছিলো ব্লগের প্রাণ
বহু দিন গত হলো পাইনা ছড়ার ঘ্রাণ।
একদা এই সামুতে তিনি লিখতেন ছড়া
ছাড়াতে কেন তিনি লাগালেন খড়া?
অনেকই চলে গেছে আমাদের ছাড়ি
হেনা ভাই দিয়েছেন পরপারে পাড়ি।
মৃত্যুর আগে প্রামানিক দেখেছেন তাকে
ছিলেন যখন হেনা ভাই মুত্যুনদীর বাঁকে!
কত কথা কত স্মৃতি আজি মনে পড়ে
আমাদের ছেড়ে কেন মুখ লুকান ঘরে।
কঠিন সময় মোরা করিতেছি পার
মান ভেঙে পাশে আসো খোল তব দ্বার।
চন্দ্রিামার সবুজ ঘাসে আমরা দুইজন
সাথে ছিলো ছবি আপু আরো কতজন।
গল্প আর আড্ডাতে কেটে গেছে বেলা
এভাবেই একদিন শেষ হবে খেলা।
রাগ আছে ব্লগেতে আছে আক্রোশ
একদিন যা্নি তা সবই হবে শেষ।
যত দিন বেঁচে আছি থাকি মিলে মিশি
আধার ঘুচায়ে যাবে ভোর হবে নিশি।
ফিরে আসুন প্রমানিক ছড়া পাক প্রাণ
তানা হলে বিষাদে সবই হবে ম্লান।
নতুন ভোরে নতুন ছাড়া শুনিতে যে চাই
রাগ নাকি অভিমান ছেড়ে দেন ভা্ই!!
প্রকাশকালঃ ঢাকাঃ ১৪ জুলাই ২০২২ ইং
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




