
মাথায় কতো প্রশ্ন আসে !!
© নূর মোহাম্মদ নূরু
১। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
২। খাতুনে জান্নাত ফাতেমা জননী...
উপরে দুইটি বিখ্যাত ইসলামী নজরুল গীতির লিংক দেয়া হয়েছে। যেখানে প্রথমটিতে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) এর মাতা আমিনাকে মা বলে সম্মোধন করা হয়েছে। আর দ্বিতীয়টিতে নবী দূহিতা এবং দুনিয়া ও আখিরাতের নেতা আমীরুল মু'মিনীন আলী ইবনে আবু তালিব (রাঃ) এর স্ত্রী খাতুনে জান্নাত ফাতেমাকেও জননী বা মা ফাতেমা বলে উল্লেখ করা হয়েছে।
আমি প্রথম নজরুল গীতির মর্ম অনুধাবন করে বুঝে নিলাম হয়তো কবি বুঝিয়েছেন হযরত মোহাম্মদ (সঃ) শিশুকালে তার মা আমিনার কোলে দোল খাচ্ছেন। সুতরাং সে বিশ্ব জননী নয়। তবে দ্বিতীয় নজরুল গীতির মর্মার্থ খাতুনে জান্নাত নবী নন্দিনী মা ফাতেমাকে বিশ্ব জননীর মর্যাদা দেওয়া হয়েছে। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে যখন উপরোক্ত দুটি নজরুল গীতির অসাধারন কথামালায় বিভোর ছিলাম তখন আর একটি প্রশ্ন মাথায় খটখট আওয়াজ তুলে আমাকে নাস্তানাবুদ করে তুলছে।
আমরা বাল্যকাল থেকে জেনে আসছি আমাদের অর্থাৎ মুসলমান ধর্মে বিশ্বাসীদের আদি পিতা হযরত আদম (আঃ)। তবে তার স্ত্রীকে সম্মোধন করা হয় বিবি হাওয়া; মা হাওয়া নয়। কিন্তু প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) এর তৃতীয় স্ত্রী হযরত আয়িশা বিনতে আবু বকর। ঐতিহ্য অনুসারে, যাকে "উম্মুল মু'মিনিন" বা "বিশ্বাসীদের মাতা" হিসেবে আখ্যায়িত করা হয়। হযরত মোহাম্মদ (সঃ) এর স্ত্রী হিসেবে মুসলিম সম্প্রদায় তাকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করে থাকেন। তবে মা আয়িশার স্বামী হিসেবে হযরত মোহাম্মদ (সঃ) কে পিতার আসনে বসিয়ে কেউ তাঁকে বাবা সম্মোধন করেছে এমন তথ্য কোথাও খুঁজে পাইনি।
আমার মাথায় অনেক দিন ধরে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, তা হলো হযরত মোহাম্মদ (সঃ)এর প্রথমা স্ত্রীর সন্তান নবী দূহিতা "খাতুনে জান্নাত ফাতিমা' আমাদের জননী হয় তা হলে তার অপর স্ত্রী হযরত আয়িশা (সঃ) "উম্মুল মু'মিনিন" বা "বিশ্বাসীদের মাতা" কি করে হতে পারেন!
আমি ব্লগের অত্যন্ত পরহেজগার, বিশ্বাসী ও প্রজ্ঞাবান, ধর্মপ্রাণ মুসলিম ব্ললগারদের কাছে সবিনয় এই প্রশ্নের উত্তর জানবার আশা রাখি। কারণ আমি দৃঢ চিত্তে বিশ্বাস করি না জানা দোষের নয়; কিন্তু জানতে না চাওয়া অপরাধ। আশাকরি কেউ আমার অজ্ঞতাকে উপহাসের ছলে উড়িয়ে দিবেন না এবং নিজে সবজান্তা শমসের সাজবেন না। সঠিক উত্তর দানে আমাকে বাধিত করবেন।
প্রকাশকালঃ ৩০ জুলাই ২০২২ ইং
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




