
ভরা বর্ষাতেও বৃষ্টি নাই
নূর মোহাম্মদ নূরু
শ্রাবণে চৈত্রের খরা !!
জুলাই ও আগষ্ট মাস বাংলাদেশে বর্ষাকাল। এসময়ে মুসল্ধারে বৃষ্টির কারণে নদী নালা, খাল বিল থাকে কানায় কানায় পূর্ণ। কিন্তু এ বছরের বৃষ্টিপাতের গড় হিসেবে দেখা যায় বিগত ৪১ বছরে জুলাই মাসে এত কম বৃষ্টিপাত হয়নি। জুলাই মাসে বর্ষা সর্বোচ্চ পর্যায়ে থাকার কথা থাকলেও দেশটিতে এ বছর গড় বৃষ্টিপাত হয়েছে অর্ধেকেরও কম।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অনুসারে, গত জুলাই মাসে গড় বৃষ্টিপাত ছিল ২১১ মিলিমিটার যা গত ৩০ বছরে জুলাইয়ের গড় বৃষ্টিপাতের তুলনায় ৫৭.৬ শতাংশ কম এবং ১৯৮১ সালের পর থেকে সর্বনিম্ন। গত ৩০ বছরের গড় বৃষ্টিপাত ছিল ৪৯৬ মিমি। ২০২০ সালে গড় বৃষ্টিপাত হয়েছিল ৫৫৩ মিমি, যা অন্যান্য বছরের তুলনায় ১১ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২১ সালে গড় বৃষ্টিপাত হয়েছিল ৪৭১ মিমি, যা অন্যান্য বছরের তুলনায় ৫ দশমিক এক শতাংশ কম।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, অন্যান্য বছরের তুলনায় এবছর জুলাইয়ে গড় তাপমাত্রাও বেড়েছে। গড় তুলনায় জুলাই মাসে তাপমাত্রাও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। গত জুলাইয়ে সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, গত ৩০ বছরের যা ছিলো সর্বোচ্চ ৩১.১ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এ বছর জুলাইয়ের তাপমত্রা ২.৬ ডিগ্রি বেশী। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান জানান, 'আমরা এই বছর ব্যতিক্রম আবহাওয়ার প্যাটার্নের মুখোমুখি হচ্ছি। গত ৪১ বছরের মধ্যে এই বছরের জুলাইয়ে দেশে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে।' বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান জানান, 'আমরা এই বছর ব্যতিক্রম আবহাওয়ার প্যাটার্নের মুখোমুখি হচ্ছি। গত ৪১ বছরের মধ্যে এই বছরের জুলাইয়ে দেশে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে।' তিনি আরও বলেন, "গত ৩ বছরে দেশের তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা রেকর্ড করছি এবং বৃষ্টিপাতের অস্বাভাবিক প্যাটার্ন লক্ষ্য করেছি"। অনিয়মিত বৃষ্টিপাত ও তাপমাত্রা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে তিনি জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের সম্মুখীন হচ্ছে। এতে করে দেশের মানুষের জীবন ও জীবিকা ব্যাহত হচ্ছে, বিশেষ করে কৃষি খাতে।
সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
সূত্রঃ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২২ রাত ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




