মিডিয়ার হলুদ সাংবাদিকতার উপর আর আস্থা নাই। গত কয়েক দিন যাবত ওরা যেভাবে খবর প্রচার করে আসছে তাতে করে আর মিডিয়ার উপর কোন ভাবেই আস্থা রাখা যয় না। গতকালের হরতাল নিয়েই দেখেন নিউজ দেখব, খুব সুন্দর করে বলবে জনগনের প্রতিরোধে হরতাল ব্যার্থ হয়েছে। অথবা কোথাও বলবে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে আজকের হরতাল। তাই এদের কথা শুনে লাভ নাই । নিজের চোখে যা দেখি তাই বিশ্বাস করি। আমার অফিস একেবারে ঢাকার একটি ব্যাস্ততম মহা সড়কের পাশে। অন্যান্য হরতালের চেয়েও আমার মতে আজরেকর হরতাল অনকে সফল হয়েছে। যেখানে সরকার আর তার পোষা পুলিশ নামের অমানুষ গুলো পাখির মত গুলি করে মানুষ মারছে তার পরও হরতাল সফল হয়েছে। সকাল থেকে বের হতেই সরকার দলীয় আওয়ামী লীগের নেতা খেতাদের দেখলাম হরতাল ঠেকানোর জ্ন্য তারা খুব ভোরেই মনে হয় ঘুম থেকে উঠে পড়েছে। তারপর রাস্তায় রাস্তায় মিটিং মিসিল করল। এরপরও হরতাল সফল হল। রাস্তায় প্রাইভেট কার খুব একটা চোখে পড়েনি। দুর পাল্লার বাস ছাড়েনি মহাখালি থেকে যদিও একাত্তর টেলিভিশন বলছে যে, গতকাল নাকি দুর পাল্লার বাস চলাচল করেছিল। আর বাস সল্পতার জন্য অফিসের লোক জন দুপুরের দিকে আসলো। এটাতো আরো পজিটিভ দিক যে মারামারি আর হাঙমা ছাড়াই জনগনের দাবি হরতাল সফলভাবে সম্পন্ন হয়েছে। আর সরকার যেখানে বিজিবি মোতায়েন করছে তাতে করে তো একথা আরো স্পষ্ট হয়ে যায় যে সরকার দুর্বল হয়ে পড়েছে, এবং পুলিশ বাহিনী দিয়ে আর পারছে না। ক্ষমতার মসনদ কেপে উঠেছে, যেকোন সময় ভেঙে উঠতে পারে পুরো সরকার ব্যবস্থা। মিডিয়ার হলুদ সাংবাদিকতার কথা আর কি বলব, দেশের সীমান্তে যেভাবে ভারতীয়রা আমাদের জনগনকে যেভাবে পাখির মত গুলি করে মারছে অথচ মিডিয়ায় এটার ব্যাপারে কোন খবর নাই। উল্টো সরকার সেই বিজিবিকে ঢাকায় ও চট্রগ্রামে মোতায়েন করছে। সীমান্ত ফাকা রেখে সীমান্ত বাহিনীকে দিয়ে ক্ষমতায় থাকা যে কত কঠিন হবে আওয়ামী সরকারের জন্য তা খুব শিগ্রই তারা বুঝতে পারবে।
আলোচিত ব্লগ
এ যুগের বুদ্ধিজীবীরা !

ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন
মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৭)
ষষ্ঠ পর্বের লিঙ্কঃ মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫-….(৬)
০৬ জুন ২০২৫ তারিখে সূর্যোদয়ের পরে পরেই আমাদেরকে বাসে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হলো। এই দিনটি বছরের পবিত্রতম দিন।... ...বাকিটুকু পড়ুন
টাঙ্গাইল শাড়িঃ অবশেষে মিললো ইউনস্কর স্বীকৃতি

চারিদিকে যে পরিমান দুঃসংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের টাঙ্গাইলের তাতের শাড়ি এর জন্য, ইউনেস্কো এই প্রাচীন হ্যান্ডলুম বুননের শিল্পকে Intangible Cultural... ...বাকিটুকু পড়ুন
আধা রাজাকারি পোষ্ট ......

আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার কাছে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা—এসব নিয়ে কোনো আবেগ বা নস্টালজিয়া নেই। আমি জন্মগতভাবেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা কেন ভারতীয় বাহিনীকে বাংলাদেশে দীর্ঘদিন রাখেনি?

কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।
ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।