.
নদীর পাড়রে মুক্ত হাওয়া স্বাস্হরে জন্য ভালো
সামু ব্লগে ছাগের পাল পরিবেশ করে কালো
তাদের দেখে হাম্বার দল হাম্বা রব হাকে
ভারতীয় ভাদার দল হুক্কা হুয়া ডাকে
একদল চায় কাঠাল পাতা নিজামিরে চাটে
মাঝে মধ্যে খানিক নাদায় মগবাজারের হাটে
ছাগু দেখলে হাম্বার দল খিস্তি খেউর ছাড়ে
গালির সাথে মাইনাস দ্যায় হাম্বা হাম্বা করে।
আমরা যারা ম্যাগো ব্লগার চিপায় মজা দেখি
এসব সবই পাতানো খেলা ষোল আনা ফাকি।
হাম্বা ছাগের কামরা কামরি দেখে আমরা ত্যাক্ত
দুই দলের এই ঘষাঘষি আমরা হলাম শুক্তো।
...................................................................................
********************************************************

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


