একদা করেছিলাম প্রেম সুখের আশায় :-<
এখন আমি ডুবে মরি শুধুই হতাশায়।
দিয়েছিলাম ভালবাসার সবটুকু উজার করে
দিল খোলা মানুষ আমি, জানে পাড়ার মেয়েরা খুব ভাল করে।
মনে আছে মায়া আছে বুক ভরা ভালবাসা :!>
করলে পিরিত ঠকবে না কোন মেয়ে দিতে পারি সেই আশা।
দুঃখের বিষয়! প্রেম আমার আসে আর যায়
এই অভাগা কপাল লয়ে বেচে থাকা দায়।
বলে সবাই, প্রেমের বাজার নাকি এখন মন্দা
কি হবে আমার সেই ভাবিয়া কাঁদি সকাল সন্ধা।
জানি না! কেন যে কপালে আমার সুখ নাই
এখন শুধু বসে বসে বাজাই দুঃখের সানাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


