আমার প্রিয় ব্লগার প্রিয় আপুনি,,,.. ব্লগার রেজোয়ানা আপুর আজ জন্মদিন। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আপু্। ভাইয়া ও তোমার ছোট্ট পরীটাকে আমার অনেক অনেক ভালবাসা!! ভাল থেকো সব সময়,,,..শুভকামনা রইলো তোমাদের জন্য!!
আমি ছিলাম ছোট্ট এক বোকা শিশু
আমি বিরক্তিকর সব কাজ করতাম
আর এসব করে তোমায় শুধু জ্বালাতাম
মা, আমি এখানো তোমারি জন্য
সব সময় তোমায় কাদিয়েছি বলে
যে সব দিনে তোমায় মিথ্যা বলেছি
এখন তোমায় জেগে ওঠার সময়
তোমার মত ত্যাগের জন্য
আমি যদি সময় ফিরিয়ে আনতে পারতাম
যদি আমি তা মুছে দিতে পারতাম
শপথ করে বলছি, আমি তা করতাম
আমি তোমার উপর তা ছেড়ে দিতাম
মা, এখন আমি বড় হয়ে গেছি
এটা একেবারে নতুন সময়
আমি প্রতিদিন তোমার মুখে হাসি ফুটাতে চাই
মা, এখন আমি বড় হয়ে গেছি
এবং এখন খুব দেরি হয়ে যায় নাই
আমি প্রতিদিন তোমার মুখে হাসি ফুটাতে চাই
এবং এখন আমি বুঝতে পেরেছি
তোমার সেই বিখ্যাত কথা
আমি যে সব দিনের মুখো মুখি হব
কারন এখন আমার নিজের সন্তান হয়েছে
আমি দুস্ট ছিলাম তা সত্বেও
আমি তোমার কাছ থেকে অকে কিছু শিখেছি
এখন আমিও তা করার চেষ্টা করছি
তোমার মত করে নিজের শিশুকে ভালবাসতে
আমি যদি সময় ফিরিয়ে আনতে পারতাম
যদি আমি তা মুছে দিতে পারতাম
শপথ করে বলছি, আমি তা করতাম
আমি তোমার উপর তা ছেডে দিতাম
তুমি জানো যে আমার কাছে তুমি সবার আগে
আমার কাছে সবার আগে
পৃথিবীতে কেউ তোমার জায়গা দখল করতে পারবে না
আমি দুঃখিত যে আমি সব সময় ধরে নিয়েছি তুমি রাজি থাকবে
আমি প্রতিটি সুযোগ কাজে লাগাবো
তোমার পাশে থাকলে তোময় হাসাবার
এখন আমি তোমাকে ভালবাসবো , যেমন ভালবাস তুমি আমাকে
আমার কাছে তোমার কি মূল্য তা কেবল আল্লাহই জানেন!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


