স্থানঃ শ্যামলী রিং রোড
তারিখঃ০২/০৯/১২
সময় আনুমানিক সকাল ১১টা ৪০মিঃ
সেবাঃ ব্যাঙ্ক সংলগ্ন এটিএম বুথ নষ্ট।সামনে অলস ভঙ্গিতে সিকিউরিটি গার্ড এর মোবাইলে ??জরুরী ??
স্থানঃঐ
তারিখঃ ০৩/০৯/১২
সময়টা ঠিক একদম মনে পড়ছেনা তবে সকাল ১১টা এর পরে।
সেবাঃ ব্যাঙ্ক সংলগ্ন এটিএম বুথ নষ্ট। ব্যাঙ্ক এর ভিতরে কার্ড পাঞ্চ করার মেশীন ও নষ্ট।
অর্থাৎ দ্বিতীয় বারের মত টাকা উত্তোলনের ব্যার্থ প্রচেষ্টা।
স্থানঃঐ
তারিখঃ ০৬/০৯/১২
সময়ঃ সকাল ১০টা ১০মিঃ
ব্যাঙ্কের ভেতরে বেশ অন্ধকারাচ্ছন্ন অবস্থা।ঘটনা কি? জীজ্ঞেস করাতে সিকিউরিটি গার্ডের উত্তর-সার্ভিস ১১টা থেকে শুরু হবে কারেন্ট নাই।জেনারেটর এর কাজ চলছে। তাড়া থাকলে আসাদ গেট ব্রাঞ্চে যান।
এখন ব্যাঙ্কে একই কাজে তিন দিন যাওয়াতে রিকসা খরচ আনুমানিক ১০০টাকা।কিন্তু কাজের পরিমান শুন্য।
আর সময়ের কাথা বলছেন??
অফিসে নুতন ছুটির আবদার-ব্যাঙ্ক ছুটি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


