হরতাল। মানুষ সাড়া দেয় না। ভারতীয় সেবাদাস আওয়ামী বাকশালীদের জনসভায় লোক আসে না। ঠিক এ পরিস্থিতিতে 26-29 জুলাই 04 শেখ হাসিনা দিল্ল্লী সফরে গেলেন ষড়যন্ত্র আঁটার জন্য। দি্লিী থেকে ফিরেই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য 21 শে আগস্ট আওয়ামী লীগের জনসভা ডাকা হল। সেই জনসভায় বোমা হামলা করা হল। 20 জন সাধারণ মানুষ এবং জনসাধারণের মধ্যে বসে থাকা একজন নেতা আইভি রহমান মারা গেলেন। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ঘোষণা করলেন, "জোট সরকার তাকে হত্যা করার জন্য এ বোমা হামলা করেছে"। দেশবাসী হতবাক। মানুষের মনে হাজারো প্রশ্ন-দেশের মানুষের মধ্যে প্রশ্ন ওঠে ঃ
1) মুক্তাঙ্গনে মিটিং ডেকে মাত্র 2 ঘন্টার নোটিশে তা কেন বঙ্গবন্ধু এ্যভিনিউতে পার্টি অফিসের সামনে নেয়া হল ?
2) নির্ধারিত মঞ্চে যেখানে সব সময় মিটিং করা হয়- সে মঞ্চ রেখে কেন ট্রাকের উপর মঞ্চ করা হল ?
3) বঙ্গবন্ধু এভিনিউতে মিটিং স্পট থেকে বেশ কিছু দুরে জিরো পয়েন্টে সাবের হোসেন চৌধুরী এবং হাজী মকবুল সারাক্ষণ কি করেছিল ? সাবের চৌধুরী কম্ব্যাট গেঞ্জি গায়ে দিয়ে রানিং সু পরে নেত্রীর ঘনিষ্ট উপদেষ্টা হয়েও তার পাশে না থেকে কেন দূরে অবস্থান করছিলেন, আর তার এই ছবি এটিএন বাংলা সন্ধ্যা সাতটার খবরে দেখিয়ে কেন পরবর্তিতে তা গায়েব করে দিল ? যদিও তার ঐ ড্রেস পড়া ছবি 22 তারিখের সকল পত্র-পত্রিকায় ছাপা হয়েছিল।
4) প্রথম থেকে শেষ পর্যন্ত হাসিনা সর্বমোট 22 মিনিট ট্রাকের উপর অবস্থান করেছিলেন। এই স্বল্প সময়ের মধ্যে আওয়ামী নেতা মুকুল বোসরা ট্রাক থেকে কেন নেমে গেলেন এবং কোথায় গেলেন ?
5) কেন ঘটনাস্থনে উপস্থিত থাকা আহত এবং আহত হননি এমন সকল আওয়ামী নেতা কর্মীকে তদন্ত আদালতের চাহিদা অনুযায়ী তাদের বক্তব্য প্রদান করতে না দিয়ে কলকাতায় পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হলো ?
6) শেখ হাসিনার বুলেট প্রুফ গাড়ির ড্রাইভার ট্রাকের পাশে গাড়ীর মধ্যে নিরাপদে অবস্থান করে সব কিছু দেখার পরও কেন তাকে তদন্ত আদালতের সামনে হাজির করে আজ পর্যন্ত কথা বলতে দেয়া হলো না ?
7) সর্বপরি এবং সবচেয়ে গুরুত্বপুর্ণ যেটি, তা হল- ভিডিও ফুটেজে দেখা গেল- হাসিনার বুলেটপ্রুফ মার্সিডিজ গাড়ী যখন বঙ্গবন্ধু এভিনিউ ত্যাগ করে- গাড়ীতে কোন গুলির দাগ বা ক্ষত চিহ্ন ছিল না। পরবর্তীতে সে গাড়িতে গুলির দাগ আসল কোত্থেকে ?
এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির পর শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বললেন- "এ বিষয়টি পরবর্তীতে আমরা জানাব"। কিন্তু মিঃ চৌধুরী আজ পর্যন্ত কিছু জানাননি। শুধু তাই নয়-গোয়েন্দা সংস্থা বোমা হামলা তদন্ত করার জন্য বার বার চেষ্টা করেও গাড়ীটি আজ পর্যন্ত আনতে পারেনি............
>>চলছে চলবে>>
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



