যখন মৃত্যু এসে গ্রাস করবে আমায়
প্রিয়তম ,লিখনা কোনো এপিটাফ
গাইবে না ্কোনো কান্না ঝরা শোক সংগীত
ফুল দিয়না আমার কবরে
অথবা কোনো ছায়া দান কারি বৃক্ষ।
যদি বলি সবুজ ঘাস হয়ে ছড়িয়ে পড়ো
আমার বুকে ...সারা কবরময়
পারবে তো?
অথবা বৃষ্টি হয়ে ঝোরো
হয়ো ভরের শিশির কনা...
আর যদি বলো ভুলে যেতে চাই
বাধা দেব না।
আমি দেখব না কনো আলো ছায়ার খেলা
দেখব না ঘন বরষা
শুনব না একঘেয়ে করুণ সুরে
গেয়ে যাওয়া পাখির গান
রাতের আকাশের মিটিমিটি তারা,
কিন্তু মন ভরে ভালোবাসতে পারব তোমায়
অনন্তকাল...
এ অধিকার ছিনিয়ে নিতে পারবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



