মহাপবিত্র অখন্ড বাঙলা মাতৃভূমি
শতসহস্রের একটি ভূমি,
যেখানে গাছেদের নাম কাঁঠাল-আম-জাম-নারকেল,
যেখানে ফুলেদের নাম শাপলা-পদ্ম-শালুক-ভাঁটফুল,
যেখানে লক্ষীপেঁচা ডাকে শিমুলের ডালে,
যেখানে কবিদের নাম রবীন্দ্রনাথ-নজরুল-জীবনানন্দ,
যেখানে জ্ঞানীরা হ'লেন অতীশ দীপঙ্কর-আরজ আলী মাতুব্বর-সত্যজিৎ-অমতর্্য সেন,
যেখানে অধিনায়কের নাম নেতাজী-বঙ্গবন্ধু-সোহরাওয়াদর্ী-ফজলুল হক,
যেখানে আন্দোলনের নাম ভাষাসংগ্রাম-মুক্তিযুদ্ধ-কাছাড়,
যেখানে রাজগৃহের নাম কোলকাতা-ঢাকা-গৌড়-মুর্শিদাবাদ,
যেখানে রাজপুত্রের নাম জয়সিংহ-একলব্য,
যেখানে নদীদের নাম গঙ্গা-পদ্মা-ব্রহ্মপুত্র-সুরমা,
যেখানে অরন্যের নাম সুন্দরবন,.....
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৬ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




