শুনিয়া রাখুনঃ এখানে যা বলা হচ্ছে সব ই কাল্পনিক।
আমরা ১০ ভাই বোন এর ফ্যামিলী। এর ভিতরে আবার দুই টা গ্রুপ হইছে। এক গ্রুপে ৭ জন আর আর একগ্রুপে ৩ জন।আমি প্রথম গ্রুপে। আমরা খুবি গরুর মাংস পছন্দ করি। খাওয়ার টেবিলে গোমাংস থাকলে আমরা অন্য দিকে তাকাই না।
অন্য গ্রুপ মানে আমার বড় বোনের গ্রুপ । হেরা শুধু ই খাসির মাংস খায়। না খাইয়া থাকব কিন্তু গো-মাংস এরা মুখেই করব না।
তো এখন আমার বাবা বাজার থেকে ৫ কেজি গরুর মাংস আর ৫ কেজি খাসির মাংস কিনে আনছে?
এখন পাঠক আপ্নারাই কন বাবা কি ঠিক করছে?
ওনারে জিগাইলে উনি কইলেন "উনি সাম্প্রদায়িক না" তাই দুই গ্রুপের জন্য সমান জিনিশ নিয়ে আঞ্ছেন
এখন আপনারা বলেন কি করা উচিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




