আমি কয়েকটি প্রশ্ন করব নাস্তিক দের উদ্দেশ্যে আশা করি তারা সরাসরি উত্তর দেবেন। কেউ প্রশ্ন পাশ কাটিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করলে অথবা অপ্রাসংগিক মন্তব্য করলে মুছে ফেলা হবে।---
এক কথায় উত্তর আশা করছি। সেই সাথে উত্তরের সপক্ষে ব্যাখ্যা।
১। আপনি কি বিবাহ বহির্ভূত যৌনতা সমর্থন করেন?
২। আপনি কি নারীর পন্যরূপী ব্যবহার, উত্তেজক পোশাক পরিধান সমর্থন করেন?
বাকি প্রশ্নগুলো এই দুটি প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে আসবে।
পোস্টের শুরুতেই লেখা আছে অপ্রাসঙ্গিক ব্যাপারে এই পোষ্টে কেউ আলচনা করলে সেটি মুছে ফেলা হবে। তার পরেও আস্তিক নাস্তিক উভয় পক্ষ থেকেই অনেক অপ্রাসঙ্গিক কমেন্ট পড়ায় সবগুল মুছে দিলাম।
আস্তিক নাস্তিক সবার উদ্দেশ্যেই বলছি যারা অন্য বিষয়ে আলচনা করতে চান তারা অন্য পোস্ট খুলে সেখানে আলচনা করুন।
বিভিন্ন ব্যস্ততার কারনে ২৪ ঘন্টা কমেন্টের উত্তর দেয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই কমেন্টের উত্তর দিতে দেরি হলে কেউ "জিত্যা গেসি, হালায় ভাগছে" এই ধরনের ধারনা যারা পোষন করবেন তাদের এই পোস্টে না আশার জন্য অনুরোধ করছি।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১১ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


