না আমার বিবেক মোটেও আমার মত নয়
সে বুদ্ধিপ্রতিবন্ধি!
দোষওয়ালা স্বপ্নে আগত নারীর মত,
কুকুরের হোটেলে পড়ে থাকা ১২৩ মিনিট বয়সের মানুষের মত,
যে হোটেলে কিছু মানুষকেও এটা ওটা খেতে দেখা যায়!
বিবেক এটাই , এটাই সমাজ, এটাই সাহিত্য
অথচ আমাদের সাহিত্য হওয়ার কথা ছিলো এমন,
“কবিতা- সে তো মৃত্যুদন্ড পাওয়া যৌবন।
যে যৌবন,
চেনা এই জগতের সূত্র ধরে,
অচেনা এক জগতের যৌক্তিকতা মিলায়।
যে যৌবন,
আবেগকে ঘুম পাড়িয়ে
সবক দিতো- ‘কেন’র!
যে যৌবন তন্ত্র-মন্ত্র, ধর্ম-কর্ম পুড়িয়ে,
আলো জ্বালাতে গিয়ে দন্ডপ্রাপ্ত”।
এখন আমরা সামাজিক;
এখন আমরা দোষওয়ালা স্বপ্নের
ফলাফলে থাকা বীজ।
আমরা গর্বিত!
__________
সূফিসাব
১০/১৭
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




