পা’য়ের নিচে মাটি যখন চলতে থাকে এবং টলতে থাকে
ইচ্ছে গুলো শুকিয়ে গিয়ে মরতে থাকে ও পড়তে থাকে
আগুন মুখো সময় গুলো ক্ষয় হয় আর ভয় হয়
হৃদয় তখন অল্প অল্প গলতে থাকে ও বলতে থাকে
আমি কথার মুখ চেপে ধরি আর নিজের বুক চেপে ধরি
আমি শব্দ গুলো ভাগিয়ে আর জানালা সব লাগিয়ে দাঁড়াই
নিজের কাছেই পালিয়ে পালিয়ে স্মৃতি গুলো ঝালিয়ে বেড়াই।
চাই ভালবাসা চুকে বুকে যাক আর শ্বাসেরা ধুকে ধুকে যাক
তবু ভালবাসা ঋণ রেখে যায় তবু লীন হয়ে তারা থেকে যায়
আমার সব ভয়, এইসব অব্যয়!
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




