[সাইজ=5] এখন সময় - অন্য [/সাইজ]
[সাইজ=4]তোমার কথায় 'বৃষ্টি' ছিল, ভেজায় ছিলাম মগ্ন ,
শীতল ধারায় 'শান্তি' ছিল, ভীষণ খুশীর লগ্ন।
সেই খুশীটা ভেস্তে গেছে- এখন সময় 'অন্য'-
ভালবাসার দিন ফুরালে- কেউ করে না 'গণ্য'।
অবিশ্বাসে প্রীতির সেতুর পথ হয়ে যায় 'ভগ্ন'
ভীষণ কঠিন মিটিয়ে ফেলা প্রেমের খরার 'দৈন্য' ।[/সাইজ]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



