অন্য আকাশ
প্রেম হলো এক অবাক তরী, বাইতে পারলে ভালো
একটু যদি আসথা হারাও, কপাল তোমার কালো।
প্রেম হলো এক মিষ্টি হাওয়া, 'বিশ্বাসে' ফুর ফুরে,
অবিশ্বাসের দৃষ্টি তাকে, যায় নিয়ে যায় দূরে।
প্রেম হলো এক বৃষ্টিপতন - শব্দ-মনোলোভা
আসথা বিনে শুধুই দহন - নিঃস পদশোভা।
প্রেম হলো এক অবাক বাহন- চড়তে পারলে চড়ো
মুখ থুবরে পড়বে যদি - আসথা থেকে নড়ো।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৬ রাত ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



