অন্য আকাশ
কেন অমন চমক চোখে চুলের খোঁপা খুললে ?
হৃদয় ছিল শান্ত নদী, প্লাবন কেন তুললে?
না দেখা ঝড় - নিরুত্তাপে, ছিলাম আমি ভালো
এখন শীতে খুঁজতে থাকি- তোমার রোদের আলো।
দেবেই যদি অমৃত প্রেম, 'বিভেদ' কেন গড়লে ?
নামবে যদি এমন নীচে, চূড়ায় কেন চড়লে ?
কোন দোষেতে শাস্তি দিয়ে ভুলের দোলায় দুললে-
বুকের ভেতর 'এই যে আমি', কেমন করে ভুললে ?
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৬ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



