[রং=#ঈঈ00ঋঋ] [আন্ডার] পার্থক্য যেরকম [/আন্ডার] [/রং]
অন্য আকাশ
ফুলগুলো সব তোমার মতো- সফল সুখে আঁকা
ভুল-গুলো সব আমার মতো- ব্যর্থ 'কালো'-য় ঢাকা।
রোদের সকাল তোমার মতো- তৃপ্ত আলোয় হাসে
বৃষ্টি বিকেল আমার মত - নিঃস ব্যথায় ভাসে ।
পূর্ণিমা রাত তোমার মতো- 'বিজয়' ছড়ায় চাঁদে
অমাবস্যা আমার মতো- 'কালো'র কষ্টে কাঁদে।
মেঘগুলো সব তোমার মতো-'খুব খুশি' আসমানে
বৃষ্টিগুলো আমার মতো- কষ্ট ফোটায় নামে।
(ষাট শতকের বাংলা গানের অসামান্য প্রতিভা মোঃ আব্দুল জাব্বারের গাওয়া " আমার আকাশে আজ মেঘ জমেছে --তোমার আকাশ আজ আলোয় হাসে-- এইটুকু ব্যবধান ওগো বন্ধু--" গানটি শুনতে শুনতে লিখে ফেললাম এই পংক্তিগুলো...।)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



