
একটা কাজের জন্য সামুর লোগোর দরকার ছিল । গুগলে সামু লোগো লিখে সার্চ দিতেই অদ্ভুত সব জিনিস পত্র এসে হাজির হওয়া শুরু করলো । সেখানে আমাদের সামুর লোগোর নাম গন্ধও নেই । তবে একটা জিনিস পত্র খেয়াল করলাম তখনই । সামু নামে কেবল আমাদের সামহোয়্যারইন ব্লগই নয়, আরও অনেক কিছু আছে দুনিয়াতে । আসুন দেখে নেওয়া যাক সামু নামে আমাদের প্রিয় ব্লগ ছাড়াও আরও অনেক কিছু আছে । আসুন দেখা যাক আর কী কী আছে সামু নামে..
প্রথমেই যে জিনিসটা এসেছে সেটা হচ্ছে একজন রেসলার । সামু নামের একজন রেসলার । এই দেখুন সেই ভদ্রলোকের চেহারা !

এরপর সামুর নামে আছে একটা ইউটিউব মিউজিক চ্যানেল । কয়েকটা গান শুনে ফেললাম । একটা গান তো বেশ চমৎকার লাগলো । গানটা যুক্ত করে দিলাম । আপনারাও শুনে ফেলতে পারেন ।
সামু নামের আরও একটা ইউটিউব চ্যানেল আছে । এখানে দেখতে পারেন ! ইউটিউব চ্যানেল লিংক
ফ্রান্স ভিত্তিক একটা আন্তর্জাতিক এম্বুলেন্স এন্ড মেডিকেল সার্ভিস আছে সামু নামে । সম্ভবত এটা তাদের ওয়েবসাইট
MacEwan Univeristy এর স্টুডেন্ট এসোশিয়েশন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সামু ! এই তাদের ওয়েবসাইট ।
একটি প্রাচীন মানব জীবাশ্মের নাম দেওয়া হয়েছে সামু । জীবাশ্মটি পাওয়া গেছে হাঙ্গেরির একটা গ্রামে । এটি ১৯৬৫ সালে আবিস্কৃত হয়েছিলো । এই যে তার ছবি ।

আরও তথ্য জানতে পারেন উইকি থেকে । লিংক
সামু নামে একটা ভাষাও আছে । এটি লোলোইস ভাষা । চায়নার জিজুন গ্রামের বৃদ্ধরা এই ভাষায় কথা বলে থাকে । রেফারেন্স
সামু নামের বেশ কয়েকটা জায়গাও আছে । সিইরে লিওনের একটা জায়গা আছে । ৫৬ হাজার মানুষের মত মানুষ বসবাস করে এখানে। রেফারেন্স
ইরানের একটা জায়গার নাম সামু । ২০০৬ সালের সুমারি অনুযায়ী সেখানে বাস করতো ১৩ জন মানুষ । চারটা পরিবার ! রেফারেন্স
এজ সামু নামে ওয়েস্ট ব্যাংক, প্যালেস্টাইনে একটা জায়গা আছে । জেরুজালের ৬০ কিমি দক্ষিনপশ্চিম দিকে অবস্থিত । রেফারেন্স
মালেশিয়ার একটা স্থানের নাম সামু । এছাড়া Uspallata Airport এর ICAO কোড নেম হচ্ছে সামু !
সামু সার নামে সম্বলিত কয়েকজন ব্যক্তিও আছে ।
একজন হাঙ্গেরিয়ান ফুটবল প্লেয়ার । নাম আনা সামু
একজন আছেন হাঙ্গেরিয়ান ভাস্কর । নাম Géza Samu
নিউইর্কের আর্ট স্কুলের একজন শিক্ষক আছেন। রাশিয়ান আর্টে বিশেষজ্ঞ । নাম মার্গারেট সামু। ।
একজন আছেন অস্ট্রেলিয়ান রাগবি প্লেয়ার । নাম পিটার সামু ।
আপাতত এই গুলো খোজ পেলাম গুগল আর উইকি থেকে । সামনে আরও কত কিছু খুজে পাওয়া যাবে কে জানে । আপনাদের কিছু জানা থাকলে লিংক দিয়ে যেতে পারেন । পোস্টে এড করে দেওয়া যাবে !
হ্যাপি ব্লগিং !
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




