আজকে পরিবারের সাথে ঈদ করার জন্য নিজ গ্রামের বাড়িতে এসে হাজির হয়েছি । ট্রেন ছিল সকাল আটটা পনের মিনিটে । ট্রেন যথা সময়ে এসে হাজির হল এবং আমরা সবাই ট্রেনে উঠে বসলাম । কিন্তু ট্রেন আর ছাড়ে না । পরে খোজ নিয়ে জানা গেল যে আজকে অন্যান্য প্রায় সব ট্রেনই লেট ছিল । সব গুলো ট্রেন স্টেশনে প্লাটফর্ম দখল করে ছিল । আর ট্রেন ছাড়া নিয়ম হচ্ছে একটা ট্রেন ছাড়া পরে ট্রেনটি অন্তত বিমানবন্দর স্টেশন ক্রস না করলে অন্য ট্রেন ছাড়বে না । সেই হিসাব করতে করতে আমাদের ট্রেন ছাড়লো প্রায় এক ঘন্টা লেট করে ।
ট্রেন ছাড়ার আগের পাশের প্লাটফর্মে দাড়িয়ে থাকা ট্রেনের দিকে চোখ গেল । ঐ ট্রেনটা প্রায় ঘন্টা দুয়েট লেট ছিল । সেই ট্রেনে মানুষ ধরা লোক ছিল না । তাই ছাদে উঠেছিল অনেকে ।

ট্রেনের ভেতরে এক বৃদ্ধ টুল নিয়ে বসে আছেন । তিনি সিট পান নি । তাই স্ট্যান্ডিং টিকেট নিয়ে এসেছেন । বসার জন্য টুল নিয়ে এসেছেন ।

এরপরের সকল ছবি গুলো চলন্ত ট্রেন থেকে জানালা দিয়ে তোলা ।
ছবি নং তিন

ছবি নং চার

ছবি নং পাঁচ

ছবি নং ছয়

ছবি নং সাত

ছবি নং আট

ছবি নং নয়

ছবি নং দশ

ছবি নং এগার

ছবি নং বারো

ছবি নং তের

ছবি নং চৌদ্দ

আজকে ট্রেন জার্নি টা খুব বেশি আনন্দময় হয় নি । এবার কোন ভাবেই এসি কামড়ার টিকেট যোগার করা যায় নি । তাই বাধ্য হয়ে নন এসিতে কাটতে হয়েছে টিকেট । তবে এই কারণে আবার একটা কাজ হয়েছে অবশ্য । জানালা খোলা ছিল বিধায় বাতাস এসেছে । এই কারণে ছবি তোলা গেছে অনেক । এসি হলে আর জানালা খোলার উপায় থাকতো না । আর ঘোলা কাঁচের কারণে ছবিও তোলা যায় না । আর আরেকটা কারণে আজকে ট্রেন জার্নিটা বেশ কষ্টকর হয়েছে কারণ ট্রেন লেট করেছে । ঈর্শ্বদীতে এসে প্রায় দেড় ঘন্টা বসে থাকতে হয়েছে । কেন হয়েছে কেউ জানে না । নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘন্টা পরে এসে বাসায় এসে হাজির হয়েছি । তবে এক সময়ে বাসায় এসে পৌছেছি এটাই হচ্ছে বড় কথা । বাড়িতে আসা সব সময়ই আনন্দময় ব্যাপার । কয়েকটা দিন কাটবে আনন্দে ।
আপনারা ঈদ করছেন কোথায় ? গ্রামের বাড়ির দিকে রওয়ানা দিয়েছেন নাকি নিজ কর্মক্ষেত্রেই ঈদ করবেন ?
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২২ রাত ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




