
ব্লগের নির্বাচিত পাতা নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই । মানুষে বলছি কেন আমার নিজেরই কত শত অভিযোগ । তবে অনেকে দেখি আলোচিত পাতা সেকশন নিয়েও অভিযোগ করে । আচ্ছা আপনাদের কি সত্যিই মনে হয় যে সামু টিমের এতো সময় আছে তারা প্রতিদিন তিন ঘন্টা পর পর আলোচির পোস্ট আপডেট করবে? অনেকে অবশ্য মনে করে যে সামু টিম বসে বসে নিজেদের পছন্দের পোস্ট গুলো আলোচিত পোস্ট অংশে নিয়ে আসে । এটা করার জন্য নির্বাচিত পাতা তো আছেই । বাড়তি ভাবে এই আলোচিত অংশ সেট করার দরকার কেন পড়বে?
তবে অনেকের কাছেই এটা মনে হতে পারে যে হয়তো সত্যিই এমন টা সামু করতে পারে । বিশেষ করে যখন কেউ দেখে নিজের পোস্টে লাইক ১১ টা অথচ নয়টা লাইক পাওয়া পোস্ট সর্বাচিক লাইক প্রাপ্ত হিসাবে আলোচিত সেকশনে স্থান পেয়েছে !
সত্যিই তো এমন অনেকের কাছেই মনে হতে পারে !
যাই হোক আমি ব্যাপারটা নিজেও পরীক্ষা করে দেখেছি। যদিও বলছি না যে এমন ভাবেই সব কিছু হয় তবে আমার নিজের কাছে এটাই মনে হয়েছে । আমার নিজের ব্লগেও এমন প্লানইন সেট করা আছে সেখানে আমাকে দিনের সেরা পোস্ট মাসের সেরা পোস্টের একটা লিস্ট আমাকে দেখায় ।
আসেন ব্যাপারটা আমি নিজে ভাবে পরীক্ষা করে দেখেছি সেভাবে আপনাদেরকে বলি !
আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।
এই লাইন গুলো আলোচিত অংশ উপরে লেখা ! এখানে পঠিত, মন্তব্য আর পছন্দের ভিত্তির ভেতরে একটা ব্যাখ্যা করি তাহলেই বুঝতে পারবেন ।
এখন ধরেন আপনার একটা পোস্টে মোট ১২টা লাইক পরে আছে । আপনার পোস্টটা আলোচিত পাতায় গেল । যত গুলো পোস্ট আছে সব থেকে আপনার পোস্টেই বেশি লাইক । সেই হিসাবে আপনার পোস্টই যাওয়া উচিৎ । ১২ ঘন্টা পরে এসে দেখলেন আপনার পোস্টে সেই ১২টা লাইক রয়েছে কিন্তু আপনার পোস্ট আলোচিত পাতা থেকে সরে গেছে । সেখানে সর্বাধিক লাইক পাওয়া যে পোস্ট রয়েছে সেই পোস্টে লাইকের সংখ্যা ৯টা । আপনার থেকে তিনটা লাইক কম পেয়েও সেটা আলোচিত পাতায় !
তখনই আপনার মনে হবে, সামু টিমের কেউ কাজটা করেছে । আপনাকে তারা পছন্দ করে না । এমন মনে হয় অনেকের । বিশেষ কয়েক দিন আগে এমন মন্তব্য আমার নিজেরই চোখে পড়েছে ।
যাই হোক আলোচিত পাতার উপরে যে লাইনটা লেখা আছে সেটার দিকে মনযোগ দিলেই আপনাদের এই ব্যাপারটা ধরতে পাওয়ার কথা । প্রতি তিন ঘন্টা পরপর এই লিস্ট টা আপডেট হয় । যদিও আমি ঘড়ি ধরে দেখি নি । তবে হ্যা, একবার কোন পোস্ট আলোচিত অংশে উঠলে তিন চার ঘন্টা থাকবেই । এটা নিশ্চিত । এখন আসা যাক যে ১২ টা লাইক পাওয়ার পরেও ৯ লাইক পাওয়া পোস্ট আপনাকে টপকে গেল কিভাবে !
ধরেন সামুর টাইম আপডেট সাইকেল ৯-১২, ১২-৩, ৩-৬ এইভাবে । এখন আপনি পোস্ট দিলেন সকাল নয়টার । ১১টার ভেতরেই পোস্টটাতে ৯ লাইক পেল । সব চেয়ে বেশি লাইক। আপডেট টাইমে আপনার পোস্ট চলে গেল আলোচিত অংশে । এখন পরের আপডেট সাইকেলে আপনার পোস্টে লাইক যোগ গল আরও ৩টা । মোট লাইক হল ১২ । কিন্তু এই একই সময়ে আমি পোস্ট দিলাম । লাইক পেলাম ৫ টা । এখন এই ৫ লাইক পেয়েই কিন্তু কিন্তু আমি আলোচিত পাতায় চলে যেতে পারে ! একটু হিসাব করেন ৯-১২ টাইম সাইকেলে আপনার লাইক ছিল ৯টা এবং ১২-৩ সাইকেলে আপনার লাইক ৩ টা । আপনার মোট লাইক ১২ টা হলেও ১২-৩ সাইকেলে লাইক কিন্তু ৩টা । অন্য দিকে ১২-৩ সাইকেলে আমার লাইক কিন্তু ৫ টা । আপনার থেকে আমার মোট লাইক কম হলেও ১২-৩ সাইকেলে আপনার থেকে আমার লাইকের সংখ্যা কিন্তু বেশি। এবার পরের ৩-৬ সাইকেলে আমি ধরেন আরও ৪টা লাইক পেয়ে মোট লাইক হক ৯টা । অন্য দিকে এই সাইকেলে আপনি কোন লাইকই পেলেন না । এবার হিসাব করে দেখুন আপনার মোট লাইক ১২টা হলেও কিন্তু ৩-৬ সাইকেলে লাইক পেয়েছেন ০টা । এদিকে আমার লাইক আপনার থেকে কম হলেও আমি কিন্তু ৩-৬ সাইকেলে লাইক পেয়েছি ৪টা । আপনার থেকে বেশি ।
আমার গতদিনের পোস্টের কথাই ধরি । আমার থেকেও সোনাবীজ ভাইয়ের পোস্টের লাইক সংখ্যা ছিল বেশি । কিন্তু আমি তারপরেও আমার পোস্ট সোনাবীজ ভাইয়ের পোস্ট টককে আলোচিত পাতায় গিয়ে হাজির ! কারণ প্রথম টাইম সাইকেলে তার পোস্টে সর্বাধিক লাইক ছিল । কিন্তু পরের কয়েকটা টাইম সাইকেলে আমার লাইক বেশি চলে এল । এখন তার থেকে পুরো সময় আমার মোট লাইক কম হলেও টাইম সাইকেলে বেশি লাইক থাকার কারণে আমার পোস্ট আলোচিত পাতা গিয়ে হাজির হয়েছি । আমি এমন পোস্টও দেখেছি যে মাত্র একটা কি দুইটা লাইক পেয়েও চলে গেছে আলোচিত পাতায় !
মন্তব্য এবং পঠিত সংখ্যার বেলাতেও একই ঘটনা । মোট মন্তব্য বা পঠন সংখ্যার থেকেও তিন ঘন্টার টাইম সাইকেলে যে পোস্টে বেশি মন্তব্য পড়বে সেই পোস্ট যাবে আলোচিত পাতায়। এখানে আরেকটা ব্যাপার খেয়াল করে দেখেছি যে মন্তব্যের সংখ্যা বিবেচনার ক্ষেত্রে আপনার নিজের ব্লগে মন্তব্যের উত্তর দেওয়া দেওয়া প্রতিমন্তব্যের সংখ্যা সম্ভবত বিবেচিত হয় না। ধরুন আপনার পোস্টে মোট মন্তব্য পরেছে ১০টা এবং আপনি প্রতিটার উত্তর দিয়েছেন । তাহলে মোট মন্তব্য হবে ২০টা । অন্য দিকে আমার পোস্টে মন্তব্য পড়েছে ১১টা এবং আমি একটারও জবাব দিই নি । সেই মোট মন্তব্য ১১ টা । কিন্তু সেই ক্ষেত্রে আমার পোস্টই আলোচিত পাতায় যাবে। তবে একটা পোস্ট সর্বোচ্চ কত সময় পর্যন্ত আলোচিত পাতা যাওয়ার জন্য বিবেচিত হবে সেটা আমি জানি না । আমার হিসাব মত ২৪ ঘন্টা সম্ভবত । এটা অবশ্য টিমই বলতে পারবে।
বুঝতেই পারছেন এটা একটা বেহুদা পোস্ট । প্রতিদিন রাতে বাসায় ফিরতে ফিরতে ১১টার মত বাজে । আজকে নয়টার দিকে বাসায় চলে এসেছি । শুয়ে শুয়ে বই পড়ছিলাম, তখনই মনে হল এটা নিয়ে একটা পোস্ট লেখা যাক । আপাতত গুড নাইট । ঘুমানোর সময় চলে হয়ে গেছে।
pic source
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



