মানুষের জীবনে ব্যর্থতা আসবে। এটা স্বাভাবিক। কিন্তু বিফল হলেই আমাদের থেমে যাওয়া কি উচিৎ? এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে উপরের মানুষটির কথা মনে করতে হবে। এই মানুষটির নাম সাও লিং লি। ৩০ বছর ধরে সে আমেরিকার ভিসার জন্য আবেদন করে আসছে। একটা পর্যায়ে এমন হল যযে এম্বাসির প্রতিটা মানুষ লিকে খুব ভাবে চিনে ফেলে এবং প্রতিবারই তার ভিসা নাকোচ হয়। এবার সে অন্য পথ ধরল। সে ভাবল এবার আর আমেরিকা নয়, যাবেন কানাডাতে। সে কানাডাতে যাওয়ার জন্য সে ১৫ বার আবেদন করে এবং ১৫ বারই তার আবেদন বাতিল করা হয়।
সে হাল ছাড়ল না। এবার মনে করল বিদেশে না গিয়ে এবার দেশেই কিছু করবেন।
চীনা নেভিতে ঢোকার চেষ্টা করে সে, কয়েকবার চেষ্টা করল সে কিন্তু একবারও পরীক্ষায় পাশ করল না। সেখানে বিফল হল।
একটা সফটওয়্যার কোম্পানীতে আবেদন করল। মোট ১২৪ জন প্রার্থীর ভেতরে ১২২ জন চাকরির জন্য নির্বাচিত হয়, লি ছিল চাকরি না পাওয়া দুইজনের একজন।
সে চাইনিজ পুলিশে ভর্তি হওয়ার জন্য আবেদন করে। ২০ প্রার্থীর ভেতরে ১৯ চাকরি পায় কেবল লি বাদ পড়ল।
তারপরেও লি হতাশ হয় না। সে তার চেষ্টা চালিয়ে যায়। এরপর সে আমাজনের মত একটা ইকমার্স সাইট চালু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার কাছে টাকা ছিল না। তাই সে স্ত্রীর গহনা বিক্রি করে এবং ব্যাংক থেকে লোন নেয়। কিন্তু সেই চেষ্টাতেও সফল হয় না। ঋণের দায়ে লি এখন জেলে আছে।
সো, এই গল্প থেকে আপনারা কী বুঝলেন?
আপনি হাল ছাড়েন নি বলেই যে আপনি সফল হবেন, ব্যাপারটা এমন কিছু নয়।

(ছবি এবং তথ্য নেট থেকে সংগ্রহ করা)
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২৫ রাত ৯:০০