এক বছরের বেশি সময় ধরে পাহাড়ে যাওয়া হয় না। দীর্ঘদিন রুমা থানচি জোন পর্যটকদের জন্য বন্ধ ছিল। তাই আর যাওয়া হয়ে ওঠে নি। তবে সম্প্রতি সময়ে আবার পাহাড় খুলে দেওয়া হয়েছে। খুব জলদিই আবার যাওয়া হবে আশা করি। আজকে ফোনের গ্যালারি কিছু ছবি দেখছিলাম। তখন মনে হল কয়েকটা ছবি নিয়ে ব্লগে পোস্ট দেওয়া যাক।
নিচের এই ছবিটা বগা লেকের ছবি। কতদিন এই বগালেকে যাই না তাই হিসাব নেই। এই লেকের পানির দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা যায়।

কোন এক পাহাড় থেকে তোলা ছবি সূর্যের ছবি। সূর্যটা তখন সম্ভবত উঠছিল।

পাহাড়ে মেঘের নদী। একটু রোদ উঠলেই এই মেঘ সব গায়েব হয়ে যায়।


এখানে যেতে বিশাল হ্যাপা করতে হয়েছিল

ছোট জুম ঘর

বিশাল লম্বা গাছ

কয়েকজন পাহাড়ের পথযাত্রী

কোন এক সমুদ্র যাত্রায়

একটা মাইলপোস্ট

আমার সেই স্কুল

দুই বন্ধু

বিশাল যন্ত্র

শেষ ট্রেন যাচ্ছে চলে

আপাতত এই কটাই থাকুক।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২৫ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



