আমাদের ব্লগে একজন মুক্তিযোদ্ধা আছে । যদিও কেউ নিশ্চিত না যে সে আসলেই মুক্তিযোদ্ধা কিনা । বিশেষ করে তিনি নিজের নাম ধাম পরিচয় কিছুই ব্লগে বলেন নাই কিন্তু তিনি যে মুক্তিযোদ্ধা সেই ব্যাপারে ঠিকই বলেছেন !
যাইহোক তিনি আসলেই মুক্তিযুদ্ধ করেছেন কিনা করেন নাই সেই ব্যাপারে পরে কোন দিন কথা হবে । আজকে একটা মহান দিক তুলে ধরা যাক । এই ব্লগে জামাত সমর্থনকারীরা এমনই ঘৃণ্য যে স্বাধীনতায় বিশ্বাসী সব ব্লগাররা তাদেরকে ঘৃণার চোখে দেখে । অথচ দেখেন আমার মহান বীর স্বঘোষিত মুক্তিযোদ্ধা নিজ মুখে স্বীকার করা জামাত সমর্থনকরা ব্লগারের সাথে বড় দহরম মহরম সম্পর্ক ।
নিচের একটা স্ক্রিনশট দিলাম !

প্রোফাইল পিকচার দেখে চেনা যাচ্ছে নাম টা? না গেলে মোবাইল ভার্শনের মন্তব্যটা দিই।

আমাদের সেই মহান ব্লগার এবং এই জামাত সমর্থনকারীর ভেতরে দহরম মহরম ব্যাপারটা তো জানেনই । গতদিন তো আবার ধন্যবাদ দিয়ে পোস্ট পর্যন্ত দিয়ে আলাদা পোস্টও দিয়েছেন।

অনেকে অবশ্য বলতে পারেন যে উনি হয়তো জানেন না । সেই দিন ব্লগে ছিলেন না । তাদের জন্য নিচের আরেকটা স্ক্রিনশট দিলাম।

টাইমটা খেয়াল করলেই বুঝবেন, এই মন্তব্য যখন জামাত সমর্থনকারী করেছিল সেই সময়ে কিংবা তার কিছু সময়ে সে ব্লগেই ছিলেন । এগং বিশ্বাস করেন তার আর কোন কাজ নেই জীবনে। সে বেকার ! সে ব্লগের প্রতিটি মন্তব্য পোস্ট পড়ে ।
আরও একটা মন্তব্যের স্ক্রিনশট যুক্ত করলাম

এটা জানার পরেও সে ঠিক ঠিক এই জামাত সমর্থনকারীর সাথে পেয়ার মহম্বত চালিই গেছে। এমন মহাম মুক্তিযোদ্ধা বুঝি আর কোথাও আমরা দেখতে পাবো না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


