মন খারাপ হইলে আমগো ভাইবোইনের একটা গান চালাচালি সিস্টেম আছে। মন ভালো করার সিস্টেম। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, দুইজনের টেস্টে গোলমাল নাই। আমার সমপ্রতি কিছু আপসেটিং এপিসোড আছে। মাশীদ পাঠাইল যাত্রীর দুইটা গান। আমি এতই পাংখা যে সারাদিন শুনি, সারারাইত শুনি। এখনও শুনতাছি। যাগোরে চিনি সবাইরে পারলে শুনাই। ধুসররে পাঠাইছি যেমন। অসাধারণ লিরিকস আর গিটার ওয়ার্ক। সুমন (অর্থহীন) আর অর্ণব থাইকা একটু রিলিফ। যদিও কিছু গানে চোট্টামি আছে, তারপরও সেইডা মাফ। আমার মন ভালো দিয়া কথা। রাবাবরে কইতে সে দিলো পুরা লিংক। আর যাই কই! ওগো অ্যালবাম ডাক-এর দুইডা লিরিকস দিলাম। আর লিংক দিলাম। খাইলে চাটবেন, না খাইলে পস্তাইবেন

1.এই কি বেশি না
তুমি চাও রোদ্দূর
আমি চাই আকাশ মেঘলা
খোঁজো পুর্ণিমা
বলি, চাঁদ ডুবে যাক না
ছুটে চলো একা দূরে
আমার ইচ্ছে করে না
দুজনেই দুজনাকে চাই
তবুও নিজেদের আজ কেউই চাই না
মেলে না, আজ কিছু মেলে না
ভালোবাসা, বাঁচতে চাওয়া ছাড়া
এ দুটোই, মিলে যায়
বসে একা, ভাবি তাই_ এই কি বেশি না!
এই কি বেশি না!
বলো এই কি বেশি না?
আজ এই কি বেশি না?
ঘুমন্ত শহর,
তুমি-আমি জেগে একলা
আমি বলি প্রেম,
তুমি বলো বন্ধুত্ব এটা
গল্প চলে এগিয়ে
এই তো আছি বেশ
ভাবছি না কেউ আজ
হলে হোক তা শেষ
মেলে না, আজ কিছু মেলে না
ভালোবাসা, বাঁচতে চাওয়া ছাড়া
এ দুটোই, মিলে যায়
বসে একা, ভাবি তাই_ এই কি বেশি না!
এই কি বেশি না!
বলো এই কি বেশি না?
আজ এই কি বেশি না?
-আমি চাই রোদ্দুর
-আমি চাই আকাশ মেঘলা
-খুঁজি পুর্ণিমা
-বলি চাঁদ ডুবে যাক না
-ছুটে চলি বহুদূরে
-আমার ইচ্ছে করে না
দুজনেই দুজনাকে চাই
তবুও নিজেদের আজ কেউই চাই না
মেলে না, আজ কিছু মেলে না
ভালোবাসা, বাঁচতে চাওয়া ছাড়া
এ দুটোই, মিলে যায়
বসে একা, ভাবি তাই_ এই কি বেশি না!
এই কি বেশি না!
বলো এই কি বেশি না?
আজ এই কি বেশি না?
(উপরেরটা ডুয়েট)
2. মিথ্যে প্রেম
সেই নীল জামা পড়ে তুই,
ইচ্ছে করে একটু ছুঁই
আমার দেয়া দুলটা কই?
মন খুলে আমি আজ বলবই
আয় না কাছে হাতটা ধরি
ছন্নছাড়া গল্প করি
কিছু কিছু স্বপ্ন গড়ি
সন্ধ্যা হলেই ফিরব বাড়ি
পারবি তো বল কি চেয়েছি তোর কাছে
জীবন থেকে আমায় শুধু একটা বিকেল দে
করব যে- মিথ্যে প্রেম
মিথ্যে প্রেম, মিথ্যে প্রেম
মিথ্যে প্রে-ম
প্রেম মানেই এই ছোট্ট গাড়ি
বিকেল বেলায় ঘুরাঘুরি
কথায় কথায় ঘুমের বড়ি
সন্ধ্যা হলে ফিরব বাড়ি
আয় না কাছে হাতটা ধরি
ছন্নছাড়া গল্প করি
কিছু কিছু স্বপ্ন গড়ি
সন্ধ্যা হলেই ফিরব বাড়ি
এরপরও নাকি প্রেম মহান, প্রেম সুন্দর
প্রেম শেষ হলে পুরষ্কার ছোট্ট সুখের ঘর
করবি চল- মিথ্যে প্রেম
মিথ্যে প্রেম, মিথ্যে প্রেম
মিথ্যে প্রে-ম
প্রেম মানেই একটু বসা
দুঃখ মনে তবুও হাসা
দেখছে সবাই তাই ভালোবাসা
কী কথা হবে, ঠিক করে আসা
সেই নীল জামা পড়ে তুই,
ইচ্ছে করে একটু ছুঁই
আমার দেয়া দুলটা কই?
মন খুলে আমি আজ বলবই
আয় না কাছে হাতটা ধরি
ছন্নছাড়া গল্প করি
কিছু কিছু স্বপ্ন গড়ি
সন্ধ্যা হলেই ফিরব বাড়ি
পারবি তো বল কি চেয়েছি তোর কাছে
জীবন থেকে আমায় শুধু একটা বিকেল দে
করব যে- মিথ্যে প্রেম
মিথ্যে প্রেম, মিথ্যে প্রেম
মিথ্যে প্রে-ম
লিংক :http://fuckamadergaan.multiply.com/music/item/471
অথবা
http://lonelystar1.multiply.com/music/item/341
অর্ণবের নতুন অ্যালবাম 'হোক কলরব' এর লিংক : http://lonelystar1.multiply.com/music/item/426
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



