রাতের অন্ধকারে কবে জোনাকীর আলো দেখেছিলাম তা তো ভুলেই গেছি।তাই হাছিনা আপা নতুন পরিকল্পনা হাতে নিলেন।আমদের কে জোনাকীর আলো দেখাবেন বলে ঘন্টা পর পর কারেন্ট নিয়ে যান।আহ কি সুখ!!!!!আসুন সবাই মিলে জোনাক পোকা দেখি।
"রেগে গেলেন তো হেরে গেলেন"--এটা আপা ভালোই জানেন।আমাদের কেও তাই অভ্যস্ত করছেন।বাজারে গেলেন,জিনিষ পত্রের দাম দেখে মাথা গরম হয়ে গেলো।কিন্তু না,রাগ করা যাবে না কারন "রেগে গেলেন তো হেরে গেলেন"।দারুন হচ্ছে অনুশীলন।আমরা জাতি হিসেবে আরো সহিষ্ণু হয়ে উঠছি।আমাদের সফলতা নিশ্চিত।
আমরা অলস জাতি ।পেটে তাই চর্বি জমা টাও সাভাবিক ব্যাপার।এই সুযোগ টা বুঝে কিছু লোক "চর্বি কমান,ওজন কমান,শুকণা হন" জাতীয় ভন্ডামী শুরু করে দিয়েছিল।আপা তা বুঝতে পারলেন।আর তাই তিনি রাস্তা ঘাট সংস্কার বন্ধ করে দিলেন।আপনি ঢাকা যাবেন চট্টগ্রাম থেকে বাসে করে,সে সময়ে আপনি দুবাই চলে যেতে পারেন।তাও যদি আপনি বাস কে বেছে নিন তাহলে বাসের ঝাকুনিতে আপনার মেদ কমতে বাধ্য।
দেশে এখন সবাই খুশি,সবার পেটে ভাত,মুখে হাসি।
তাই আপা এখন শুধু মুক্তি যুদ্ধ আর যুদ্ধ অপরাধী নিয়ে কাজ করছেন।তাদের সামাল দিলেই সব কাজ হয়ে গেলো।ডিজিটাল বাংলাদেশ কি যুদ্ধ অপরাধীর পশ্চাত দেশ থেকে বের হবে????কোথাও একটা পটকা ফুটলেও সেটা যুদ্ধ অপরাধীর বিচার ব্যহত করার জন্যই করা হয়েছে বলে মন্তব্য করেন উনারা।
যুদ্ধ অপরাধীর বিচার হক আমরাও চাই,কিন্তু তাই বলে দেশে আর কোনো কাজ হবে না সেটা তো মানা যায় না।দেশের কাজ বলতে আমি বুজাচ্ছি,রাস্তার উন্নয়ন,খাদ্যের দাম নিয়ন্ত্রন,বিদ্যুতের ব্যবস্তা ইত্যাদি যা একজন সাধারন মানুষের জন্য খুব জরুরী।
আপা দয়া করে আর সূখ দিবেন না।আর পারছি না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




