কিছু দিন ধরে আমার পিসি চালু কারার সময়
BIOS ROM checksum error
Detecting floppy drive A media.......
Insert system Disk and Press enter.
লিখা আসছে। আমার কোন ফ্লপি ডিস্ক নাই। BIOS থেকে বার বার 1st boot removable disk এ চলে যায়। আমি বার বার ঠিক করে দেই বার বার এটা 1st boot removable disk এ চলে যায়। এই লিখাটা যখন দেখায় আমার কি বোর্ড তখন কাজ করে না। বার বার রিস্টার্ট দিতে থাকলে বা অনেক কখন পর পিসি চালু করলে অনেক সময় চালু হয়।
পিসির চলা না চলা এখন আর আমার হাতে নাই। পিসির ইচ্ছা মত এখন আমাকে চলতে হয়
কোন দয়াবান মহৎ টেঁকির সাহায্য প্রত্যাশা করছি।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




