অনেক কথা তোমায় বলব বলে ভাবি ,কিণ্তু কিছুই বলা হয়না।কি করব বল......তোমাকে দেখলে বা তোমার কথা ভাবলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়।ভাবি,একদিন না একদিন তোমকে সব বলব,কিণ্তু সেই দিন আর আসেনা।তুমি বল যে,আমি friends/family ছাড়া কথা বলার topics পাইনা।তুমি বল যে,ঘাস নিয়ে কথা শুরু করলেও শেষ করি friend দের কথা দিয়ে। কিণ্তু আসল কথা হল তোমার সাথে কথা বলার সময় আমি খুব নার্ভাস থাকি।তুমি তো কোন কথাই বলনা,সব বকবক আমি একাই করি।তোমার সাথে কি নিয়ে কথা বলব তা বুঝে উঠতে পারিনা,কোন কথা বললে তোমার ভাল লাগবে তাও জানিনা।তুমি কখনো নিজ থেকে আমাকে কিছুই বলনা,কোনো কিছুই জানাও না..............................ধুররর!!! কি সব আবোল-তাবোল বকছি!!!!যা মনে আছে তা কখনও বলতে পারিনা,পারব ও না।ওগুলো বলে বোঝানো যায়না।তুমি ই তো আজ বললে যে,ভালবাসা থাকলে বোঝা যায়,আসোলে তোমাকে এইগুলো কখনো বোঝাতে পারবনা,কারন তুমি আমাকে ভালবাসোনা এইটা শুনতে খারাপ লাগলেও সত্যি কথা,এইটা আমিও জানি তুমিও জানো।আমি জানি,তুমি ঐ গুলা বুঝতেও চাওনা।ফালতু কথা শুনে বা বুঝে কি লাভ.....!!!
তোমাকে আমি খুব জ্বালাই,তাইনা? তোমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাই,যা খুশি তাই বলি,তোমাকে মারাত্বক ভাবে bore করি,সিন্দাবাদের ভূতের মত তোমার ঘাড়ে চেপে বসে আছি।তুমি বিরক্ত হয়ে চুপচাপ থাকো,তাও আমি তোমাকে বিরক্ত করে যাই।তুমি বোধহয় ভদ্রতার খাতিরে কিছু বলতে পারনা।আমি রোজ ভাবি যে তোমাকে ভূলে যাব,তোমাকে নিয়ে আর ভাবব না,তোমাকে আর জ্বালাব না.....এই সব ভাবতে থাকি,কিণ্তু তোমার ব্যাপারে ভাবা থেকে বিরত থাকতে পারিনা।
তুমি বল যে সিরিয়াস হওয়া যাবেনা।এমন না যে আমি তোমাকে ছাড়া থাকতে পারব না,এই সব ফিল্মি কাজ কারবার করার মত মেয়ে আমি না।কিণ্তু সমস্যা হল,তোমার কথা খুব মনে পড়ে।আচ্ছা,গত এক মাসে আমার কথা তোমার মনে পড়ত একটা বারের জন্য?সত্যি করে বলোতো।আমার খুব জানতে ইচ্ছা করে।তোমাকে এইসব কথা কখনও বলব না,তুমি ভাববে আমি তোমার প্রতি সিরিয়াস হয়ে যাচ্ছি এবং ঝামেলা এড়াতে আবার দূরে চলে যাবে।আর কত বার ব্রেক-আপ হবে আমাদের কে জানে......
আমার তোমাকে সব সময় মনে পড়ে,পড়ত এবং পড়বে।এইটা ঠেকানো আমার পক্ষে সম্ভব না।আচ্ছা,আমি কি তোমাকে সত্যিই ভালবাসি? শুনেছি,সত্যিকারের ভালবাসা দু'দিকেই প্রবাহিত।তাই যদি হয় তাহলে তো সব ভূল,আর যদি আমি সত্যি হই তাহলে এই কথাই ভূল।কোনটা ভূল??? আবার এই কথাটা তোমার আর তোমার বৌ এর ব্যাপারে খুব মিলে যায়।তোমাদের দুজন কে দেখলে বোঝা যায়।আচ্ছা,তাহলে কোনটা সত্যি??প্রবাদ নাকি আমি?
আচ্ছা,তোমার কি আমাকে একবারও মনে পড়েনা?অবশ্য এই প্রশ্নের উত্তর আমিই জানি,শুধু শুধু তোমাকে জিজ্ঞাষা করে লাভ নাই,তুমি ভদ্রতার খাতিরে "হ্যাঁ" বলবা।
sorry,অনেক সিরিয়াস সিরিয়াস কথা বলে ফেললাম।জানি এই লেখা তুমি কষ্ট করে ব্লগে ঢুকে পড়বে না,তাই বললাম এত কথা।মনের কথা মাঝে মাঝে তোমাকে বলতে ইচ্ছা করে,কিণ্তু এত silly,dramatic কথা তোমাকে বলতে লজ্জা লাগে।তাই এখানেই বললাম......
আচ্ছা শোনো,আমার কিণ্তু তোমাকে খুব মনে পড়ে.........................................................
আলোচিত ব্লগ
হাদিকে গুলি করলো কে?
হাদিকে গুলি করলো কে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী রাজপথের অকুতোভয় লড়াকু সৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন
মানুষের জীবনের চেয়ে তরকারিতে আলুর সংখ্যা গণনা বেশি জরুরি !

বিজিবির সাবেক মহাপরিচালক জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশবাসী একটা নতুন শব্দ শিখেছে: রুট ভেজিটেবল ডিপ্লোম্যাসি। জুলাই আন্দোলনের পর যখন সবাই ভাবছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন... ...বাকিটুকু পড়ুন
ইতিহাসের সেরা ম্যাটিকুলাস ডিজাইনের নির্বাচনের কর্মযজ্ঞ চলছে। দলে দলে সব সন্ত্রাসীরা যোগদান করুন‼️

বাংলাদেশের ইতিহাসে সর্ব নিকৃষ্ট দখলদার দেশ পরিচালনা করছে । ২০২৪-এর পর যারা অবৈধ অনুপ্রবেশকারী দিয়ে দেশ পরিচালনা করছে । তাদের প্রত্যেকের বিচার হবে এই বাংলার মাটিতে। আর শুধুমাত্র... ...বাকিটুকু পড়ুন
হাদির হত্যাচেষ্টা: কার রাজনৈতিক ফায়দা সবচেয়ে বেশি?

হাদির হত্যাচেষ্টা আমাদের সাম্প্রতিক রাজনীতিতে একটি অশনি সংকেত। জুলাই ২০২৪ আন্দোলন-পরবর্তী সময়ে বাংলাদেশের দ্বিধাবিভক্ত সমাজে যখন নানামুখী চক্রান্ত এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক অন্তর্কলহে শিক্ষা, স্বাস্থ্য ও আয়-উন্নতির গুরুত্বপূর্ন প্রশ্নগুলো... ...বাকিটুকু পড়ুন
আমি আর এমন কে

যখন আমি থাকব না কী হবে আর?
থামবে মুহূর্তকাল কিছু দুনিয়ার?
আলো-বাতাস থাকবে এখন যেমন
তুষ্ট করছে গৌরবে সকলের মন।
নদী বয়ে যাবে চিরদিনের মতন,
জোয়ার-ভাটা চলবে সময় যখন।
দিনে সূর্য, আর রাতের আকাশে চাঁদ-
জোছনা ভোলাবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।